ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যে মামলায় গ্রেপ্তার হলেন আনিসুল হক ও সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় গত ১৬ই জুলাই ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে এক শিক্ষার্থীসহ অন্তত দু’জন নিহত হন।

ওই ঘটনায় নিহতদের স্বজনরা বাদী হয়ে দু’টি হত্যা মামলা দায়ের করেন। ওইসব মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে হয়েছিল।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে নিউমার্কেট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ২০০৯ সালে শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হন।

২০১৯ সালে তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা করা হয়।

এছাড়া ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত দু’টি জাতীয় নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, দেড় দশক আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আইনজীবী আনিসুল হক বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন।

ওই বছরই তিনি আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পান। ক্ষমতাচ্যুত হওয়ার আগে মি. হক গত দশ বছরেরও বেশি সময় ধরে একই দায়িত্বে ছিলেন।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুরু হওয়া সংকট সমাধানে আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, তাদের মধ্যে মি. হককেও দেখা গিয়েছিল।

আরো পড়ুন : সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

যে মামলায় গ্রেপ্তার হলেন আনিসুল হক ও সালমান এফ রহমান

আপডেট সময় ০৬:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় গত ১৬ই জুলাই ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে এক শিক্ষার্থীসহ অন্তত দু’জন নিহত হন।

ওই ঘটনায় নিহতদের স্বজনরা বাদী হয়ে দু’টি হত্যা মামলা দায়ের করেন। ওইসব মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে হয়েছিল।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে নিউমার্কেট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ২০০৯ সালে শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হন।

২০১৯ সালে তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা করা হয়।

এছাড়া ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত দু’টি জাতীয় নির্বাচনে তিনি ঢাকার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অন্যদিকে, দেড় দশক আগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আইনজীবী আনিসুল হক বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন।

ওই বছরই তিনি আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পান। ক্ষমতাচ্যুত হওয়ার আগে মি. হক গত দশ বছরেরও বেশি সময় ধরে একই দায়িত্বে ছিলেন।

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুরু হওয়া সংকট সমাধানে আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, তাদের মধ্যে মি. হককেও দেখা গিয়েছিল।

আরো পড়ুন : সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার