ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করেনি সরকার : নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করেনি। তিনি বলেন, ‘সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে, ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না।’

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর আন্ধারমানিকের বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে তিনি জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, যারা নিশ্চিত করেছেন, দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ হয়নি। এ ধরনের দাবি করা ব্যক্তিদের ভুল তথ্য ছড়ানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই করার পরামর্শও দেন তিনি।

পার্বত্য চট্টগ্রামে চলমান চ্যালেঞ্জ প্রসঙ্গে নাহিদ ইসলাম এ অঞ্চলের দীর্ঘদিনের অভ্যন্তরীণ সমস্যার কথা তুলে ধরে বলেন, এসব সমস্যার সমাধান অবশ্যই অভ্যন্তরীণভাবে করতে হবে।

উপদেষ্টা বলেন, আজ বেশ কয়েকজন উপদেষ্টার ঘটনাস্থল পরিদর্শনের করার কথা রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চেষ্টা চলছে বলেও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বন্যাকবলিতদের পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এখানে যেহেতু প্রতিবছর বন্যা হয়, সেজন্য স্থায়ী একটি সমাধান প্রয়োজন। ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে বাঁধগুলো কীভাবে সংস্কার করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে। এখন আমরা পুনর্বাসন কার্যক্রমে জোর দিচ্ছি। প্রাথমিকভাবে গৃহনির্মাণে সবার চাহিদা রয়েছে। পাশাপাশি যাদের শিক্ষাসামগ্রী নষ্ট হয়ে গেছে তা দ্রুত সরবরাহ করতে হবে।’

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের এভাবে বাঁধ খুলে দেওয়া উচিত হয়নি। যদিও তারা বিষয়টি স্বীকার করেনি। এ বিষয়ে যৌথ নদী কমিশন, কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা হয়েছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য ভারতের সঙ্গে কথা বলা হচ্ছে।’

এর আগে আন্ধারমানিক এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আরো পড়ুন :

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে বৈঠকে তিন উপদেষ্টা

খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘাত:সড়ক ও নৌপথ অবরোধ

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করেনি সরকার : নাহিদ ইসলাম

আপডেট সময় ০২:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করেনি। তিনি বলেন, ‘সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে, ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না।’

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর আন্ধারমানিকের বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে তিনি জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, যারা নিশ্চিত করেছেন, দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ হয়নি। এ ধরনের দাবি করা ব্যক্তিদের ভুল তথ্য ছড়ানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তথ্য যাচাই করার পরামর্শও দেন তিনি।

পার্বত্য চট্টগ্রামে চলমান চ্যালেঞ্জ প্রসঙ্গে নাহিদ ইসলাম এ অঞ্চলের দীর্ঘদিনের অভ্যন্তরীণ সমস্যার কথা তুলে ধরে বলেন, এসব সমস্যার সমাধান অবশ্যই অভ্যন্তরীণভাবে করতে হবে।

উপদেষ্টা বলেন, আজ বেশ কয়েকজন উপদেষ্টার ঘটনাস্থল পরিদর্শনের করার কথা রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চেষ্টা চলছে বলেও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বন্যাকবলিতদের পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এখানে যেহেতু প্রতিবছর বন্যা হয়, সেজন্য স্থায়ী একটি সমাধান প্রয়োজন। ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে বাঁধগুলো কীভাবে সংস্কার করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে। এখন আমরা পুনর্বাসন কার্যক্রমে জোর দিচ্ছি। প্রাথমিকভাবে গৃহনির্মাণে সবার চাহিদা রয়েছে। পাশাপাশি যাদের শিক্ষাসামগ্রী নষ্ট হয়ে গেছে তা দ্রুত সরবরাহ করতে হবে।’

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের এভাবে বাঁধ খুলে দেওয়া উচিত হয়নি। যদিও তারা বিষয়টি স্বীকার করেনি। এ বিষয়ে যৌথ নদী কমিশন, কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা হয়েছে। আগামীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য ভারতের সঙ্গে কথা বলা হচ্ছে।’

এর আগে আন্ধারমানিক এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আরো পড়ুন :

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে বৈঠকে তিন উপদেষ্টা

খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘাত:সড়ক ও নৌপথ অবরোধ