অগ্রণী ব্যাংক পিএলসি’র বরিশাল সার্কেলের ২০২৫ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষে সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট ২০২৫ শুক্রবার বরিশালের বিডিএস ক্লাবে অনুষ্ঠিত এই ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।
সম্মেলনে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন, মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দীন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।
সম্মেলনের সভাপতিত্ব করেন বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মো. জাহিদ ইকবাল।
এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, আমদানি-রপ্তানি বৃদ্ধি, মামলা নিস্পত্তির উপর নির্দেশনা দেন।
এছাড়াও তিনি ২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান এবং ব্যবস্থাপকগণকে নির্দেশনা প্রদান করেন।