ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা বন্দর জেটিতে খালাস হচ্ছে এক সাথে ৩ বাণিজ্যিক জাহাজ

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলা বন্দর জেটিতে আমদানী ও রপ্তানীকৃত পণ্য খালাস করতে এক সাথে নঙ্গর করেছে বিদেশী তিন বাণিজ্যিক জাহাজ। এর মধ্য প্রথমে  রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে সকাল সাড়ে ১১ টার দিকে ৫ নম্বর জেটিতে নঙ্গর করে “এমভি লাডা” নামের রুশ জাহাজ। পরে কন্টেইনারবাহী ও দুপুর সাড়ে ১২টার দিকে জাপান থেকে আমদানী করা ৮৯৮টি রিকন্ডিশন গাড়ী নিয়ে নঙ্গর করে “এমভি মালেশিয়া স্টার” নামের বিদেশী বাণিজ্যিক জাহাজ। বন্দর জেটিত জাহাজ জট না থাকায় এ জাহাজগুলোর সম্পুর্ণ পণ্য খালাস করতে মাত্র ৩ থেকে ৪ দিন সময় লাগবে বলে জানায় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ।

মেসার্স কনভেয়ার শিপিং এন্ড লজিস্টিট লি: এর প্রতিনিধিরা জানায়, গত ১৮ এপ্রিল রাশিয়ার নবরক্সি বন্দর থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেট্রিক্যাল মেশিনারিজ পণ্য মোংলা বন্দরের উদ্দোশ্যে ছেড়ে আসে রুশ পতাকাবাহী এ জাহাজ “এমভি লাডা নামের রুশ জাহাজ। রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য এবারের চালানে ৩৯২ প্যাকেজে এক হাজার ৪২. ৬৭৭ মেট্রিক টন বিভিন্ন ইলেক্টিক্যাল মেশিনারী যন্ত্রাংশ ও স্টিল ষ্টাকচার নিয়ে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এসে বন্দরের ৫ নম্বর জেটিতে এসে ভিড়ে। এসকল রুশ পন্য খালাস করতে সময় লাগবে ৩ / ৪ দিন বলে জানায় আমদানীকারক প্রতিনিধিরা।
দুপুর ১২টার দিকে ১৫২ টিউজ কন্টেইনার বোঝাই করে বিভিন্ন আমদানীকৃত পণ্য নিয়ে বন্দর জেটির ৯ নম্বর বয়ায় এসে নঙ্গর করে “এমভি মাক্স মোংলা” নামের কন্টেইনারবাহী জাহাজ ৷ মোংলা বন্দরে ১৫২ টিউজ কন্টেইনার খালাস করা হবে এবং ২০০ টিউজ কন্টেইনার রপ্তানীকৃক পর্য বোঝাই করে পুনরায় সিঙ্গাপুরের উদ্দোশ্যে ছেড়ে যাবে বলে জানায় শিপিং এজেন্ট ও কন্টেইনার খালাস-বোঝাইকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রডার্স লি: কর্তৃপক্ষ। রপ্তানীকৃত কন্টেইনারের মধ্যে ২৬ টিউজ কন্টেইনার বোঝাই মোংলা ইপিজেডের বিভিন্ন প্রকারের গার্মেন্স পন্য রয়েছে।
এর পর পরই ৭ নম্বর জেটিতে এসে নঙ্গর করে গাড়ী বোঝাই মালেশিয়ান পতাকাবাহী জাহাজ “এমভি মালেশিয়া স্টার”। জাপান থেকে আমদানীকরা বিভিন্ন ব্রান্ডের ১ হাজার ৪০৬টি রিকন্ডিশন গাড়ী নিয়ে গত ১৫ এপ্রিল প্রথমে জাপান থেকে সিঙ্গাপুর যায়। পরে সিঙ্গাপুর থেকে সরাসরি বাংলাদেশের উদ্দোশ্যে ছেড়ে আসে। ২০ মে ৫০৮টি গাড়ী চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। বাকি ৮৯৮টি গাড়ী মোংলা বন্দরে খালাস করতে (২২ মে) বুধবার দুপুরে মোংলা বন্দরে এসে পৌছায় বিদেশী এ জাহাজটি।
মোংলা বন্দরে সক্ষমতা বৃদ্ধির ফলেই সল্প সময় জাহাজগুলো খালাস করা সম্ভব হয় বলে এখানে আগের তুলনায় জাহাজ ও বিভিন্ন দেশী-বিদেশী পণ্য আমদানী-রপ্তানী বৃদ্ধি পেয়েছে বলে জানায় বন্দর ব্যাবসায়ীরা।
মেসার্স কনভেয়ার শিপিং লাইন এন্ড লজিস্ট্রিক লিঃ এর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী সালেহ আহাম্মেদ শিবলী মন্ডল বলেন, মোংলা বন্দর থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দুরত্ব অন্য বন্দরের তুলনায় কম। এখান থেকে সড়ক পথে সল্প সময়ের মধ্যে জাহাজ থেকে খালাস করে রুপপুরের পন্যগুলো দ্রুত প্রকল্প এলাকায় পৌছানো যায়, তাই দেশের বড় বড় মেঘা প্রকল্পগুলোর পন্য মোংলা বন্দরে খালাস করা হচ্ছে।
গত ৩০ এপ্রিল রুপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে খালাস করেছিল “এমভি আনকা স্কাই” এবং চলতি মাসের প্রথম দিকে এমভি মালেশিয়া স্টার ও লোডস লিডার নামের দুইটি গাড়ীর জাহাজ খালাস হয় মোংলা বন্দরে ।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলা বন্দর জেটিতে খালাস হচ্ছে এক সাথে ৩ বাণিজ্যিক জাহাজ

আপডেট সময় ০৭:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলা বন্দর জেটিতে আমদানী ও রপ্তানীকৃত পণ্য খালাস করতে এক সাথে নঙ্গর করেছে বিদেশী তিন বাণিজ্যিক জাহাজ। এর মধ্য প্রথমে  রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে সকাল সাড়ে ১১ টার দিকে ৫ নম্বর জেটিতে নঙ্গর করে “এমভি লাডা” নামের রুশ জাহাজ। পরে কন্টেইনারবাহী ও দুপুর সাড়ে ১২টার দিকে জাপান থেকে আমদানী করা ৮৯৮টি রিকন্ডিশন গাড়ী নিয়ে নঙ্গর করে “এমভি মালেশিয়া স্টার” নামের বিদেশী বাণিজ্যিক জাহাজ। বন্দর জেটিত জাহাজ জট না থাকায় এ জাহাজগুলোর সম্পুর্ণ পণ্য খালাস করতে মাত্র ৩ থেকে ৪ দিন সময় লাগবে বলে জানায় শিপিং এজেন্ট কর্তৃপক্ষ।

মেসার্স কনভেয়ার শিপিং এন্ড লজিস্টিট লি: এর প্রতিনিধিরা জানায়, গত ১৮ এপ্রিল রাশিয়ার নবরক্সি বন্দর থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেট্রিক্যাল মেশিনারিজ পণ্য মোংলা বন্দরের উদ্দোশ্যে ছেড়ে আসে রুশ পতাকাবাহী এ জাহাজ “এমভি লাডা নামের রুশ জাহাজ। রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য এবারের চালানে ৩৯২ প্যাকেজে এক হাজার ৪২. ৬৭৭ মেট্রিক টন বিভিন্ন ইলেক্টিক্যাল মেশিনারী যন্ত্রাংশ ও স্টিল ষ্টাকচার নিয়ে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এসে বন্দরের ৫ নম্বর জেটিতে এসে ভিড়ে। এসকল রুশ পন্য খালাস করতে সময় লাগবে ৩ / ৪ দিন বলে জানায় আমদানীকারক প্রতিনিধিরা।
দুপুর ১২টার দিকে ১৫২ টিউজ কন্টেইনার বোঝাই করে বিভিন্ন আমদানীকৃত পণ্য নিয়ে বন্দর জেটির ৯ নম্বর বয়ায় এসে নঙ্গর করে “এমভি মাক্স মোংলা” নামের কন্টেইনারবাহী জাহাজ ৷ মোংলা বন্দরে ১৫২ টিউজ কন্টেইনার খালাস করা হবে এবং ২০০ টিউজ কন্টেইনার রপ্তানীকৃক পর্য বোঝাই করে পুনরায় সিঙ্গাপুরের উদ্দোশ্যে ছেড়ে যাবে বলে জানায় শিপিং এজেন্ট ও কন্টেইনার খালাস-বোঝাইকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রডার্স লি: কর্তৃপক্ষ। রপ্তানীকৃত কন্টেইনারের মধ্যে ২৬ টিউজ কন্টেইনার বোঝাই মোংলা ইপিজেডের বিভিন্ন প্রকারের গার্মেন্স পন্য রয়েছে।
এর পর পরই ৭ নম্বর জেটিতে এসে নঙ্গর করে গাড়ী বোঝাই মালেশিয়ান পতাকাবাহী জাহাজ “এমভি মালেশিয়া স্টার”। জাপান থেকে আমদানীকরা বিভিন্ন ব্রান্ডের ১ হাজার ৪০৬টি রিকন্ডিশন গাড়ী নিয়ে গত ১৫ এপ্রিল প্রথমে জাপান থেকে সিঙ্গাপুর যায়। পরে সিঙ্গাপুর থেকে সরাসরি বাংলাদেশের উদ্দোশ্যে ছেড়ে আসে। ২০ মে ৫০৮টি গাড়ী চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। বাকি ৮৯৮টি গাড়ী মোংলা বন্দরে খালাস করতে (২২ মে) বুধবার দুপুরে মোংলা বন্দরে এসে পৌছায় বিদেশী এ জাহাজটি।
মোংলা বন্দরে সক্ষমতা বৃদ্ধির ফলেই সল্প সময় জাহাজগুলো খালাস করা সম্ভব হয় বলে এখানে আগের তুলনায় জাহাজ ও বিভিন্ন দেশী-বিদেশী পণ্য আমদানী-রপ্তানী বৃদ্ধি পেয়েছে বলে জানায় বন্দর ব্যাবসায়ীরা।
মেসার্স কনভেয়ার শিপিং লাইন এন্ড লজিস্ট্রিক লিঃ এর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী সালেহ আহাম্মেদ শিবলী মন্ডল বলেন, মোংলা বন্দর থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দুরত্ব অন্য বন্দরের তুলনায় কম। এখান থেকে সড়ক পথে সল্প সময়ের মধ্যে জাহাজ থেকে খালাস করে রুপপুরের পন্যগুলো দ্রুত প্রকল্প এলাকায় পৌছানো যায়, তাই দেশের বড় বড় মেঘা প্রকল্পগুলোর পন্য মোংলা বন্দরে খালাস করা হচ্ছে।
গত ৩০ এপ্রিল রুপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে খালাস করেছিল “এমভি আনকা স্কাই” এবং চলতি মাসের প্রথম দিকে এমভি মালেশিয়া স্টার ও লোডস লিডার নামের দুইটি গাড়ীর জাহাজ খালাস হয় মোংলা বন্দরে ।
আরো পড়ুন : বৃষ্টিতে খুলে গেলো প্রার্থীদের পোষ্টার