ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আল-আকসায় তারাবির নামাজে বাধা ইসরাইলি বাহিনীর

চলবার্তা অনলাইন:
পবিত্র রমজান শুরু উপলক্ষে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী।

রোববার (১০ মার্চ) বার্তা সংস্থা ওয়াফার সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য গেট দিয়ে ঢোকার চেষ্টা করছেন যুবকরা। তবে তাদের কোনোভাবেই ঢুকতে দেয়া হচ্ছে না। পরে তাদের ওপর লাঠি চার্জ করা হয়।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, নামাজ পড়তে আসা মুসল্লিদের আগে থেকেই বেশ কিছু শর্ত দিয়ে দেয়া হয়। তার মধ্যে সবচেয়ে বড় যে বিপত্তিটা বাধে তা হলো- ৪০ বছরের নিচে কেউ আল-আকসা চত্ত্বরে ঢুকতে পারবে না।

ইসরাইলি বাহিনীর এমন সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে ওঠেন ফিলিস্তিনিরা। সব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মসজিদ প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে মুসল্লিরা। এসময় নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন তারা।

এ সময় সশস্ত্র বাহিনীটির সাথে সঙ্ঘাতেও জড়ান কেউ কেউ। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভেতরে প্রবেশ করতে না পেরে মূল গেটের বাইরের অংশে নামাজ পড়ছেন অনেকে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

আরও পড়ুন  : ভারতে নির্বাচনের আগে নির্বাচন কমিশনারের পদত্যাগ

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আল-আকসায় তারাবির নামাজে বাধা ইসরাইলি বাহিনীর

আপডেট সময় ০৯:২৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

চলবার্তা অনলাইন:
পবিত্র রমজান শুরু উপলক্ষে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী।

রোববার (১০ মার্চ) বার্তা সংস্থা ওয়াফার সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য গেট দিয়ে ঢোকার চেষ্টা করছেন যুবকরা। তবে তাদের কোনোভাবেই ঢুকতে দেয়া হচ্ছে না। পরে তাদের ওপর লাঠি চার্জ করা হয়।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, নামাজ পড়তে আসা মুসল্লিদের আগে থেকেই বেশ কিছু শর্ত দিয়ে দেয়া হয়। তার মধ্যে সবচেয়ে বড় যে বিপত্তিটা বাধে তা হলো- ৪০ বছরের নিচে কেউ আল-আকসা চত্ত্বরে ঢুকতে পারবে না।

ইসরাইলি বাহিনীর এমন সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে ওঠেন ফিলিস্তিনিরা। সব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মসজিদ প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে মুসল্লিরা। এসময় নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন তারা।

এ সময় সশস্ত্র বাহিনীটির সাথে সঙ্ঘাতেও জড়ান কেউ কেউ। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভেতরে প্রবেশ করতে না পেরে মূল গেটের বাইরের অংশে নামাজ পড়ছেন অনেকে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

আরও পড়ুন  : ভারতে নির্বাচনের আগে নির্বাচন কমিশনারের পদত্যাগ