ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৬২ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় অন্তত ৬১ হাজার ৪৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ সময় আরও ৩৬২ জন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, “অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছেন, যাদের কাছে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা পৌঁছাতে পারছেন না।”
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ২৯ ফিলিস্তিনি নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০৭ জনে এবং আহতের সংখ্যা ১৩ হাজার ২১ জনে পৌঁছেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছে। এতে করে অনাহারে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২২ জনে, যার মধ্যে ১০১ শিশু।
গত ১৮ মার্চ ইসরায়েলি সেনারা গাজায় ফের হামলা শুরু করে। এর ফলে জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে। এরপর থেকে তারা ৯ হাজার ৯৮৯ জনকে হত্যা করেছে এবং ৪১ হাজার ৫৩৪ জনকে আহত করেছে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।