ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার (৪ আগস্ট) দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৩৯ জন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন শুরুর পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ৯৩৩ জনে পৌঁছেছে। সোমবার (৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর।
বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৪টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৩৯ জন। এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫০ হাজার ২৭ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে রয়েছে, যাদের উদ্ধারকর্মীদের পক্ষে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০০ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৫১৬ জনে এবং আহত হয়েছেন ১০ হাজার ৬৭ জন।
ইসরায়েলি বাহিনী গত ১৮ মার্চ থেকে ফের গাজায় হামলা শুরু করে, যার মাধ্যমে জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। এরপর থেকে নতুন করে ৯ হাজার ৪৪০ জন ফিলিস্তিনি নিহত ও ৩৭ হাজার ৯৮৬ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়াও, গাজায় পরিচালিত আগ্রাসনের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে।
রুশ সাবেক প্রেসিডেন্টের মন্তব্যে নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের