ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

বাসমতি ছাড়া সব ধরনের সাদা চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। এ ছাড়া দেশটির সরকার সিদ্ধ চাল রপ্তানির ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

২০২৩ সালের জুলাইয়ে ভারত সরকার চালের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিশ্চিত করতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে নিষেধাজ্ঞা জারি করে।

রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রপ্তানিকারকরা এটিকে ‘গেম-চেঞ্জার’ বা তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেছেন।

রাইস ভিলার প্রধান নির্বাহী কর্মকর্তা সুরুজ আগারওয়াল বলেন, ‘বাসমতি ছাড়া সব ধরনের সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত কৃষি খাতের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এই কৌশলগত পদক্ষেপটি কেবল রপ্তানিকারকদের আয়কে বাড়িয়ে তুলবে না, বরং কৃষকদের ক্ষমতায়ন করবে, যারা আসন্ন নতুন চালে উচ্চ আয়ের আশা করতে পারবেন।’

আরেক চাল রপ্তানিকারক হালদার গ্রুপের কেশবকে আর হালদার সরকারের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপের প্রশংসা করেছেন।

আরো পড়ুন : বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে : জয়শঙ্কর

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

আপডেট সময় ০৪:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

বাসমতি ছাড়া সব ধরনের সাদা চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। এ ছাড়া দেশটির সরকার সিদ্ধ চাল রপ্তানির ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

২০২৩ সালের জুলাইয়ে ভারত সরকার চালের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিশ্চিত করতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে নিষেধাজ্ঞা জারি করে।

রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রপ্তানিকারকরা এটিকে ‘গেম-চেঞ্জার’ বা তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেছেন।

রাইস ভিলার প্রধান নির্বাহী কর্মকর্তা সুরুজ আগারওয়াল বলেন, ‘বাসমতি ছাড়া সব ধরনের সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত কৃষি খাতের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এই কৌশলগত পদক্ষেপটি কেবল রপ্তানিকারকদের আয়কে বাড়িয়ে তুলবে না, বরং কৃষকদের ক্ষমতায়ন করবে, যারা আসন্ন নতুন চালে উচ্চ আয়ের আশা করতে পারবেন।’

আরেক চাল রপ্তানিকারক হালদার গ্রুপের কেশবকে আর হালদার সরকারের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপের প্রশংসা করেছেন।

আরো পড়ুন : বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে : জয়শঙ্কর