মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসবে না। বৃহস্পতিবার (৭ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতীয় পণ্য আমদানিতে মার্কিন প্রশাসন দ্বিগুণ শুল্কারোপের পর দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা কি পুনরায় শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘না, যতক্ষণ পর্যন্ত আমরা বিষয়টি সমাধান করছি।’
এর আগে, ভারতের ওপর শুল্ক আরোপের বিষয়টিকে ওয়াশিংটনের মূল উদ্বেগ দূর করতে নয়াদিল্লির সঙ্গে ‘পূর্ণাঙ্গ ও খোলামেলা সংলাপের’ অংশ হিসেবে বর্ণনা করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র টমি পিগট। তিনি বলেন, এই উদ্বেগগুলো সমাধানে কাজ করছেন, সেটা হোক রাশিয়ার তেল কেনার বিষয়ে বা বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে। এই উদ্বেগগুলোর সমাধান করা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প খুব স্পষ্টভাবে বলেছেন, এটি খোলামেলা ও পূর্ণাঙ্গ সংলাপের বিষয়।
এর আগে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প, যা কোনো প্রধান এশীয় অংশীদার দেশের জন্য সর্বোচ্চ। ভারতের বিরুদ্ধে মস্কো থেকে অপরিশোধিত তেল ক্রয়ের মাধ্যমে ‘রাশিয়ার যুদ্ধযন্ত্রকে অর্থায়ন’ করার অভিযোগ করেছেন ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে দেশটির ওপর আরও জরিমানা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন এই পদক্ষেপের ফলে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের আগে আরোপিত ২৫ শতাংশের সঙ্গে যুক্ত হবে, এতে মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশে। মার্কিন কংগ্রেসে পেশ করা একটি বিল রাশিয়ার তেল ক্রয়কারী যেকোনো দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের অনুমোদন দেওয়া হয়েছে।
তবে ভারতের প্রধানমন্ত্রী মোদি পিছু হটার কোনো ইঙ্গিত দেননি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক জাতীয় কৃষি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ‘ভারত তার কৃষক, গোয়ালা ও জেলেদের স্বার্থের সঙ্গে কখনো আপস করবে না। আমি ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে প্রস্তুত।’
‘বন্ধু’ ভারতের ওপর আবারো চড়াও যুক্তরাষ্ট্র, আরও ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা