ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভোটাররা মোদির বিজেপিকে শাস্তি দিয়েছেন : রাহুল গান্ধী

ভারতের বিরোধী দল ন্যাশনাল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘ভোটাররা মোদির বিজেপিকে শাস্তি দিয়েছে।’ আজ মঙ্গলবার (৪ ‍জুন) নির্বাচন কমিশন ঘোষিত ভোটের ফলে বিজেপির এককভাবে সংখ্যারিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনার মধ্যে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধী বলেন, ‘আমার দেশের জনগণের উপর আস্থা ছিল তারা সঠিক জবাব দেবেন।’ ভোটের ফল মোদি ও অমিত শাহ’র প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি। বলেন, ‘এই ফল হচ্ছে দেশের জনগণের সর্বসম্মত ঘোষণা যে আমরা নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ক্ষমতায় দেখতে চাই না।’

সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খড়গে বলেছেন, বিজেপি এক ব্যক্তি ও এক নামকে সামনে রেখে জনগণের কাছে ভোট চেয়েছে। এই ফল তাই তাদের জন্য নৈতিক পরাজয়।

এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে ২৭২টি আসন পেতে হবে। তবে সেই সম্ভাবনা এবার ক্ষীণ। কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গতবার আমেথিতে হারলেও এবার লড়াই করা দুই আসনেই জয় পেয়েছেন। এর মধ্যে দক্ষিণে ওয়ানাড়ে তিন লাখ ৬৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। অন্যদিতে উত্তরের আসন রায় বারেলিতে জয় পেয়েছেন তিন লাখ ৮৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে।

আরো পড়ুন : ভোটদানে ভারতের বিশ্ব রেকর্ড

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভোটাররা মোদির বিজেপিকে শাস্তি দিয়েছেন : রাহুল গান্ধী

আপডেট সময় ১১:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

ভারতের বিরোধী দল ন্যাশনাল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘ভোটাররা মোদির বিজেপিকে শাস্তি দিয়েছে।’ আজ মঙ্গলবার (৪ ‍জুন) নির্বাচন কমিশন ঘোষিত ভোটের ফলে বিজেপির এককভাবে সংখ্যারিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনার মধ্যে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধী বলেন, ‘আমার দেশের জনগণের উপর আস্থা ছিল তারা সঠিক জবাব দেবেন।’ ভোটের ফল মোদি ও অমিত শাহ’র প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি। বলেন, ‘এই ফল হচ্ছে দেশের জনগণের সর্বসম্মত ঘোষণা যে আমরা নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ক্ষমতায় দেখতে চাই না।’

সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খড়গে বলেছেন, বিজেপি এক ব্যক্তি ও এক নামকে সামনে রেখে জনগণের কাছে ভোট চেয়েছে। এই ফল তাই তাদের জন্য নৈতিক পরাজয়।

এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে ২৭২টি আসন পেতে হবে। তবে সেই সম্ভাবনা এবার ক্ষীণ। কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গতবার আমেথিতে হারলেও এবার লড়াই করা দুই আসনেই জয় পেয়েছেন। এর মধ্যে দক্ষিণে ওয়ানাড়ে তিন লাখ ৬৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। অন্যদিতে উত্তরের আসন রায় বারেলিতে জয় পেয়েছেন তিন লাখ ৮৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে।

আরো পড়ুন : ভোটদানে ভারতের বিশ্ব রেকর্ড