ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হামলা বন্ধ না করলে পারমাণবিক আলোচনায় বসবে না ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : এএফপি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ‘দীর্ঘস্থায়ী’ সংঘাতের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ইরান জানিয়েছে, তাদের ওপর হামলা বন্ধ না হলে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো নতুন আলোচনা শুরু করবে না। খবর বিবিসির।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল শুক্রবার (২০ জুন) জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে দেখা করেন। সেখানে কূটনীতিকরা তাকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে কূটনৈতিক উদ্যোগ আবার শুরু করার আহ্বান জানান।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি ভিডিও বার্তায় বলেন, তার দেশকে ‘দীর্ঘস্থায়ী অভিযানের’ জন্য প্রস্তুত থাকতে হবে। কেননা, সামনে কঠিন দিন আসছে।

এদিকে, ইরানের মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও অবকাঠামোর বিরুদ্ধে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। এরপরই রাতভর যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের তেল আবিবের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, মধ্য ইসরায়েলের একটি ভবনে গোলাগুলোর পর আগুন লাগার খবর পাওয়া গেছে।

ইরানের স্পষ্ট বার্তা : আগ্রাসন বন্ধ হলে কূটনীতি
আরাঘচি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলেই ইরান কূটনীতি বিবেচনা করতে প্রস্তুত। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও ইসরায়েলের আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তিনি আরও জানান, ইরান ‘আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ’ অব্যাহত রাখবে। আরাঘচি পরিষ্কারভাবে বলেন, ‘ইরানের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে আলোচনা করা যাবে না।’

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে ‘গণহত্যার এজেন্ডা’ ও চলমান হুমকির অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ইসরায়েল পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস না করা পর্যন্ত হামলা বন্ধ করবে না।

ট্রাম্পের আল্টিমেটাম ও ইউরোপের নিষ্ক্রিয়তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সম্ভাব্য আমেরিকান বিমান হামলা এড়াতে তাদের সর্বোচ্চ দুই সপ্তাহ সময় আছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, বৃহস্পতিবার (১৯ জুন) বেঁধে দেওয়া ১৪ দিনের সময়সীমার আগেও তিনি সিদ্ধান্ত নিতে পারেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের সময় দিচ্ছি, আমি বলব দুই সপ্তাহই সর্বোচ্চ হবে।’ তার মতে, এর উদ্দেশ্য ‘মানুষের জ্ঞান ফিরে আসে কিনা তা দেখা’।

ট্রাম্প যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাঘচির আলোচনাকেও গুরুত্ব দেননি। ট্রাম্পের মন্তব্য, ‘ইরান ইউরোপের সাথে কথা বলতে চায় না। তারা আমাদের সঙ্গে কথা বলতে চায়। ইউরোপ এতে সাহায্য করতে পারবে না।’

তবে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের জন্য আমেরিকা যে ‘সংক্ষিপ্ত সময়’ দিয়েছে তা ‘বিপজ্জনক ও মারাত্মক’।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেন, মন্ত্রীরা ইরানি মন্ত্রীকে ‘হামলা বন্ধের অপেক্ষা না করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনা করার জন্য’ আমন্ত্রণ জানিয়েছেন। ব্যারোট আরও সতর্ক করে বলেছেন, ‘ইরানের পারমাণবিক সমস্যার সামরিক উপায়ে কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না’ এবং ইরানে ‘শাসন পরিবর্তন চাপিয়ে দেওয়া বিপজ্জনক’।

সর্বশেষ পরিস্থিতি ও হতাহতদের সংখ্যা
শুক্রবার ইসরায়েল নতুন করে ইরানি হামলার শিকার হয়েছে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী হাইফা লক্ষ্য করে ২০টি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। এই হামলায় একজন ইসরায়েলি নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, যার ফলে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণ স্থানে আক্রমণ করেছে। গত সপ্তাহে, ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনা ও অস্ত্র ধ্বংস হয়েছে। এছাড়া সিনিয়র সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে, যেখানে একটি মানবাধিকার গোষ্ঠী বৃহস্পতিবার বেসরকারিভাবে ৬৩৯ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে। এই বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হামলা বন্ধ না করলে পারমাণবিক আলোচনায় বসবে না ইরান

আপডেট সময় ১১:৩৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ‘দীর্ঘস্থায়ী’ সংঘাতের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ইরান জানিয়েছে, তাদের ওপর হামলা বন্ধ না হলে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো নতুন আলোচনা শুরু করবে না। খবর বিবিসির।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল শুক্রবার (২০ জুন) জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে দেখা করেন। সেখানে কূটনীতিকরা তাকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে কূটনৈতিক উদ্যোগ আবার শুরু করার আহ্বান জানান।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি ভিডিও বার্তায় বলেন, তার দেশকে ‘দীর্ঘস্থায়ী অভিযানের’ জন্য প্রস্তুত থাকতে হবে। কেননা, সামনে কঠিন দিন আসছে।

এদিকে, ইরানের মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও অবকাঠামোর বিরুদ্ধে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। এরপরই রাতভর যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের তেল আবিবের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, মধ্য ইসরায়েলের একটি ভবনে গোলাগুলোর পর আগুন লাগার খবর পাওয়া গেছে।

ইরানের স্পষ্ট বার্তা : আগ্রাসন বন্ধ হলে কূটনীতি
আরাঘচি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলেই ইরান কূটনীতি বিবেচনা করতে প্রস্তুত। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও ইসরায়েলের আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তিনি আরও জানান, ইরান ‘আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ’ অব্যাহত রাখবে। আরাঘচি পরিষ্কারভাবে বলেন, ‘ইরানের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে আলোচনা করা যাবে না।’

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইরানের বিরুদ্ধে ‘গণহত্যার এজেন্ডা’ ও চলমান হুমকির অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, ইসরায়েল পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস না করা পর্যন্ত হামলা বন্ধ করবে না।

ট্রাম্পের আল্টিমেটাম ও ইউরোপের নিষ্ক্রিয়তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সম্ভাব্য আমেরিকান বিমান হামলা এড়াতে তাদের সর্বোচ্চ দুই সপ্তাহ সময় আছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, বৃহস্পতিবার (১৯ জুন) বেঁধে দেওয়া ১৪ দিনের সময়সীমার আগেও তিনি সিদ্ধান্ত নিতে পারেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের সময় দিচ্ছি, আমি বলব দুই সপ্তাহই সর্বোচ্চ হবে।’ তার মতে, এর উদ্দেশ্য ‘মানুষের জ্ঞান ফিরে আসে কিনা তা দেখা’।

ট্রাম্প যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাঘচির আলোচনাকেও গুরুত্ব দেননি। ট্রাম্পের মন্তব্য, ‘ইরান ইউরোপের সাথে কথা বলতে চায় না। তারা আমাদের সঙ্গে কথা বলতে চায়। ইউরোপ এতে সাহায্য করতে পারবে না।’

তবে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের জন্য আমেরিকা যে ‘সংক্ষিপ্ত সময়’ দিয়েছে তা ‘বিপজ্জনক ও মারাত্মক’।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেন, মন্ত্রীরা ইরানি মন্ত্রীকে ‘হামলা বন্ধের অপেক্ষা না করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনা করার জন্য’ আমন্ত্রণ জানিয়েছেন। ব্যারোট আরও সতর্ক করে বলেছেন, ‘ইরানের পারমাণবিক সমস্যার সামরিক উপায়ে কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না’ এবং ইরানে ‘শাসন পরিবর্তন চাপিয়ে দেওয়া বিপজ্জনক’।

সর্বশেষ পরিস্থিতি ও হতাহতদের সংখ্যা
শুক্রবার ইসরায়েল নতুন করে ইরানি হামলার শিকার হয়েছে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী হাইফা লক্ষ্য করে ২০টি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। এই হামলায় একজন ইসরায়েলি নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, যার ফলে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণ স্থানে আক্রমণ করেছে। গত সপ্তাহে, ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনা ও অস্ত্র ধ্বংস হয়েছে। এছাড়া সিনিয়র সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে, যেখানে একটি মানবাধিকার গোষ্ঠী বৃহস্পতিবার বেসরকারিভাবে ৬৩৯ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে। এই বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী