শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ছাত্র-জনতাকে সারাজীবন মনে রাখতে হবে। তিনি বলেন, পরবর্তী যেসব সরকার আসবে, তাদেরও এই দায়িত্ব পালন করতে হবে।
আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামে গণঅভ্যুত্থানে শহীদ ও ছাত্র-জনতার স্মরণে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভের কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের পাঁচলাইশের জাতিসংঘ পার্কে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নকশায় স্মৃতিস্তম্ভটি নির্মাণ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, চট্টগ্রামের শহীদদের স্মৃতি অম্লান রাখতে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। জুলাই আন্দোলনে সারাদেশে নিহত ৮৩৪ জন শহীদকে ‘এ’ ক্যাটাগরিতে নিয়মিত ভাতাসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদেরও ‘এ’ ক্যাটাগরির সেবা নিশ্চিত করা হয়েছে।
আদিলুর রহমান খান জানান, ওয়ারিশ সনদসহ কিছু অসম্পূর্ণ কাজের কারণে কিছু শহীদ পরিবারের প্রক্রিয়া শেষ হয়নি। তবে জুলাই আন্দোলনে তাদের অবদানের জন্য সারাজীবন দেশের মানুষ তাদের মনে রাখবে।
আদিলুর আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা রক্ত দিয়ে দেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে- এটা নিয়ে কোনো প্রশ্ন নেই।