ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের ভোটে আস্থা ফিরেছে : ইসি আলমগীর

রাজবাড়ীতে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় সোমবার বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, গতকাল দেশের বিভিন্ন স্থানে যে ভোট হয়েছে, তীব্র গরমেও সেখানে ৭০ থেকে ৮০ ভাগ ভোটার উপস্থিত হয়েছেন। নিশ্চই ভোটারদের আস্থা ফিরেছে যে তারা ভোট দিতে পারবেন। সেজন্যই কেন্দ্রে এতো ভোটার এসেছেন।

আজ সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান।

ইসি আলমগীর বলেন, ‘স্থানীয়ভাবে কোনো সংসদ সদস্য, মন্ত্রী বা বড় কোনো কর্মকর্তা তাদের কোনো আত্মীয় স্বজন বা প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে পারবেন না। কোনো পক্ষও অবলম্বন করতে পারবেন না। সেই বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। যদি সেটি তারা করেন তাহলে প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে। একইসঙ্গে প্রচারণাকারী এমপি, মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : সারা দেশে হিট স্ট্রোকে শিক্ষকসহ ১২ জনের মৃত্যু

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ঝুলে আছে বেসরকারি খাতে ১০ গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দরপত্র আহ্বান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জনগণের ভোটে আস্থা ফিরেছে : ইসি আলমগীর

আপডেট সময় ০৯:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, গতকাল দেশের বিভিন্ন স্থানে যে ভোট হয়েছে, তীব্র গরমেও সেখানে ৭০ থেকে ৮০ ভাগ ভোটার উপস্থিত হয়েছেন। নিশ্চই ভোটারদের আস্থা ফিরেছে যে তারা ভোট দিতে পারবেন। সেজন্যই কেন্দ্রে এতো ভোটার এসেছেন।

আজ সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান।

ইসি আলমগীর বলেন, ‘স্থানীয়ভাবে কোনো সংসদ সদস্য, মন্ত্রী বা বড় কোনো কর্মকর্তা তাদের কোনো আত্মীয় স্বজন বা প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে পারবেন না। কোনো পক্ষও অবলম্বন করতে পারবেন না। সেই বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। যদি সেটি তারা করেন তাহলে প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে। একইসঙ্গে প্রচারণাকারী এমপি, মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : সারা দেশে হিট স্ট্রোকে শিক্ষকসহ ১২ জনের মৃত্যু