ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
চয়নিকার সিনেমায় দেবকে নায়ক হিসেবে চান , নায়িকা কে হবেন? ঢাবিতে যুবক ও জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: আইন হাতে তুলে না নিতে আহ্বান শুক্রবার যে সময়ে চলবে মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে কোহলিও সাজঘরে, হাসান মাহমুদের তোপে কাঁপছে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস আফগানিস্তানের লেবাননের বৈরুতে দ্বিতীয় দফায় পেজার বিস্ফোরণ, নিহত ২০ গুলশান থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

ফিফা ভেরিফায়েড রিলসে চিরকুট!

বিষয়টি বেশ বিস্ময়কর। প্রথমত, এবারই প্রথম বাংলাদেশের কোনও গান এমন কোনও বৈশ্বিক স্পোর্টস প্ল্যাটফর্মের ভেরিফায়েড পেইজে প্রকাশ হলো। যা অবশ্যই গর্বের। যদিও নাম-পরিচয়-ক্রেডিট ছাড়াই সেটি প্রকাশিত! যেমন কাণ্ড বৈশ্বিক বাজারে সচরাচর মেলে না। শেষ কথা, ফিফা অথবা ফুটবল অথবা বিশ্বকাপের সঙ্গে এই গানটির কথা-সুর-সংগীতের কোনও সংযোগ নেই! প্রশ্ন, তবুও কেন এই গান সেখানে?

এমন অনেক বিস্ময় আর প্রশ্ন ছাপিয়ে খবরটি মূলত খুশির। কারণ, বাংলাদেশের ‘চিরকুট’ ব্যান্ডের ‘জাদুর শহর’ গানটির একাংশ ব্যবহার হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি রিলস-এ। যেখানে ক্যাপশনে লেখা আছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদেরই মাঝে।’ ভিডিওতে দেখা যাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ ফিফা কাপের দলগুলোর বিভিন্ন মুহূর্তে সাজানো। আর অডিও তথ্যতে লেখা আছে, ব্যান্ড মিউজিক সোসাইটি অব বিডি!

অর্থাৎ চিরকুটের কোনও ক্রেডিট দেখা যায়নি। কিংবা এই গান কেন ফিফা ব্যবহার করেছে, তারও কোনও সূত্র মেলেনি। এমনকি চিরকুট সদস্যরাও খবরটি জেনে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ তারা এই রিলস সম্পর্কে অবগত ছিলেন না। ব্যান্ডের অন্যতম সদস্য পাভেল জানান, তারাও খবরটি জেনেছেন তাদের ভক্তদের মারফত। তবে বিষয়টি চিরকুট সদস্য ও ভক্তদের জন্য নিশ্চয়ই গর্বের। কারণ, এমন ঘটনা তো চেয়েও পাওয়া সম্ভব হয় না।

জানা গেছে, মূলত ফুটবলের বাংলা কমিউনিটিকে কাছে টানতেই ফিফা রিলসে চিরকুটের জনপ্রিয় এই গানটি ব্যাবহার করেছে। তবে এ বিষয়ে ফিফা অথবা চিরকুট- কোনও পক্ষ থেকেই স্পষ্ট তথ্য মেলেনি।

এদিকে চিরকুট-নেত্রী সুমি এই রিলসের প্রতিক্রিয়ায় বেশ পজিটিভ। বললেন, ‘‘ছোটবেলা থেকে ফুটবল/ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফা’র অফিসিয়াল পেইজে একটা কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটা বাংলা গানের কিছু অংশ ব্যবহার করসে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লাগসে।’’

মানে চিরকুট প্রধানের ভালো লেগেছে ফিফার এই সারপ্রাইজ উপহারটি। সঙ্গে এটুকুও মনে করিয়ে দেন, যেহেতু ফিফা তার দায়িত্বটি পালন করেনি তাই গানটির জন্ম-পরিচয় তুলে ধরেন নিজের দেয়ালে। জানান, ‘জাদুর শহর’ গানটির মূল ভাবনায় ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক। কথা লিখেছেন দু’জনে আনন্দ ও সুমি। সুর করেছেন তিনজনে- সুমিসহ দুই ব্যান্ড-প্রাক্তন পিন্টু ঘোষ ও ইমন চৌধুরী। সংগীত সাজিয়েছেন চিরকুটের হার্টবিট পাভেল অরিন। এটি মূলত প্রায় একযুগ আগে আতিকের ‘জাদুর শহর’ ধারাবাহিকের জন্য নির্মিত।

ফিফা ওয়ার্ল্ড কাপ-এর এই ফেসবুক পাতায় রয়েছে ৬০ মিলিয়ন অনুসারী। চিরকুটের গান-রিলস প্রকাশের পর ১৬ ঘণ্টায় পোস্টটিতে ৫৭ হাজারের মতো রিঅ্যাকশন এসেছে। মন্তব্য করা এসেছে প্রায় ৬ হাজার এবং পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজারের মতো।

আরো পড়ুন :

ভারত যেতে পারছেন না পরী-ফারিণ বাংলাদেশে আসতে পারছেন না ঋতুপর্ণা-স্বস্তিকা, 

শেখ হাসিনাকে ‘মা’ ডেকেছেন জয়, উদ্দেশ্য প্লট প্রাপ্তি

বন্যার্তদের ঘর করে দিলেন গায়ক তাসরিফ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

চয়নিকার সিনেমায় দেবকে নায়ক হিসেবে চান , নায়িকা কে হবেন?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ফিফা ভেরিফায়েড রিলসে চিরকুট!

আপডেট সময় ১২:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

বিষয়টি বেশ বিস্ময়কর। প্রথমত, এবারই প্রথম বাংলাদেশের কোনও গান এমন কোনও বৈশ্বিক স্পোর্টস প্ল্যাটফর্মের ভেরিফায়েড পেইজে প্রকাশ হলো। যা অবশ্যই গর্বের। যদিও নাম-পরিচয়-ক্রেডিট ছাড়াই সেটি প্রকাশিত! যেমন কাণ্ড বৈশ্বিক বাজারে সচরাচর মেলে না। শেষ কথা, ফিফা অথবা ফুটবল অথবা বিশ্বকাপের সঙ্গে এই গানটির কথা-সুর-সংগীতের কোনও সংযোগ নেই! প্রশ্ন, তবুও কেন এই গান সেখানে?

এমন অনেক বিস্ময় আর প্রশ্ন ছাপিয়ে খবরটি মূলত খুশির। কারণ, বাংলাদেশের ‘চিরকুট’ ব্যান্ডের ‘জাদুর শহর’ গানটির একাংশ ব্যবহার হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি রিলস-এ। যেখানে ক্যাপশনে লেখা আছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদেরই মাঝে।’ ভিডিওতে দেখা যাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ ফিফা কাপের দলগুলোর বিভিন্ন মুহূর্তে সাজানো। আর অডিও তথ্যতে লেখা আছে, ব্যান্ড মিউজিক সোসাইটি অব বিডি!

অর্থাৎ চিরকুটের কোনও ক্রেডিট দেখা যায়নি। কিংবা এই গান কেন ফিফা ব্যবহার করেছে, তারও কোনও সূত্র মেলেনি। এমনকি চিরকুট সদস্যরাও খবরটি জেনে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ তারা এই রিলস সম্পর্কে অবগত ছিলেন না। ব্যান্ডের অন্যতম সদস্য পাভেল জানান, তারাও খবরটি জেনেছেন তাদের ভক্তদের মারফত। তবে বিষয়টি চিরকুট সদস্য ও ভক্তদের জন্য নিশ্চয়ই গর্বের। কারণ, এমন ঘটনা তো চেয়েও পাওয়া সম্ভব হয় না।

জানা গেছে, মূলত ফুটবলের বাংলা কমিউনিটিকে কাছে টানতেই ফিফা রিলসে চিরকুটের জনপ্রিয় এই গানটি ব্যাবহার করেছে। তবে এ বিষয়ে ফিফা অথবা চিরকুট- কোনও পক্ষ থেকেই স্পষ্ট তথ্য মেলেনি।

এদিকে চিরকুট-নেত্রী সুমি এই রিলসের প্রতিক্রিয়ায় বেশ পজিটিভ। বললেন, ‘‘ছোটবেলা থেকে ফুটবল/ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফা’র অফিসিয়াল পেইজে একটা কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটা বাংলা গানের কিছু অংশ ব্যবহার করসে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লাগসে।’’

মানে চিরকুট প্রধানের ভালো লেগেছে ফিফার এই সারপ্রাইজ উপহারটি। সঙ্গে এটুকুও মনে করিয়ে দেন, যেহেতু ফিফা তার দায়িত্বটি পালন করেনি তাই গানটির জন্ম-পরিচয় তুলে ধরেন নিজের দেয়ালে। জানান, ‘জাদুর শহর’ গানটির মূল ভাবনায় ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক। কথা লিখেছেন দু’জনে আনন্দ ও সুমি। সুর করেছেন তিনজনে- সুমিসহ দুই ব্যান্ড-প্রাক্তন পিন্টু ঘোষ ও ইমন চৌধুরী। সংগীত সাজিয়েছেন চিরকুটের হার্টবিট পাভেল অরিন। এটি মূলত প্রায় একযুগ আগে আতিকের ‘জাদুর শহর’ ধারাবাহিকের জন্য নির্মিত।

ফিফা ওয়ার্ল্ড কাপ-এর এই ফেসবুক পাতায় রয়েছে ৬০ মিলিয়ন অনুসারী। চিরকুটের গান-রিলস প্রকাশের পর ১৬ ঘণ্টায় পোস্টটিতে ৫৭ হাজারের মতো রিঅ্যাকশন এসেছে। মন্তব্য করা এসেছে প্রায় ৬ হাজার এবং পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজারের মতো।

আরো পড়ুন :

ভারত যেতে পারছেন না পরী-ফারিণ বাংলাদেশে আসতে পারছেন না ঋতুপর্ণা-স্বস্তিকা, 

শেখ হাসিনাকে ‘মা’ ডেকেছেন জয়, উদ্দেশ্য প্লট প্রাপ্তি

বন্যার্তদের ঘর করে দিলেন গায়ক তাসরিফ