ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
দুদকের করা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান সোহান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের মার্চ মাসে টুকুর বিরুদ্ধে চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী মোহাম্মদপুর থানায় মামলাটি করেছিলেন। কমিশনের উপপরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছরের ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন।

পরবর্তীতে, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ বিএনপিনেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নয় বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ। গত ৩০ মে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ টুকুর নয় বছরের কারাদণ্ড বহাল রাখেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। গত ২৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ পৌঁছায় রায়ের কপি। ১১ সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। ব্যর্থতায় তার বিরুদ্ধে পরবর্তী আদেশ দেবেন বলে জানান আদালত। এদিন টুকু আদালতে হাজির হননি। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এনটিভি।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আপডেট সময় ০১:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
দুদকের করা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান সোহান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের মার্চ মাসে টুকুর বিরুদ্ধে চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী মোহাম্মদপুর থানায় মামলাটি করেছিলেন। কমিশনের উপপরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছরের ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন।

পরবর্তীতে, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ বিএনপিনেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নয় বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ। গত ৩০ মে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ টুকুর নয় বছরের কারাদণ্ড বহাল রাখেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। গত ২৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ পৌঁছায় রায়ের কপি। ১১ সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। ব্যর্থতায় তার বিরুদ্ধে পরবর্তী আদেশ দেবেন বলে জানান আদালত। এদিন টুকু আদালতে হাজির হননি। এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এনটিভি।