ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

১৭ বছর জাতির ঘাড়ে দুর্বিষহ বোঝা চাপিয়ে রাখা হয়েছিল:জামায়াত

চলমান বার্তা ডেস্ক :মৌলভীবাজারে পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৭ বছর জাতির ঘাড়ে দুর্বিষহ বোঝা চাপিয়ে রাখা হয়েছিল। প্রথম দুই বছর আওয়ামী লীগের আন্দোলনের ফসল মঈন-ফখরুদ্দিন সরকার। তার পরের ১৫ বছর সরাসরি তারা নিজে। এই সাড়ে ১৫ বছরে জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে বন্যাকবলিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালে আওয়ামী ক্ষমতায় আসার পর প্রথম আঘাত হেনেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর ওপর। পিলখানায় বিডিআরের সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড করা হয়। সেখানে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে হত্যা করা হয়। তাদের পরিবারের সদস্যদের জীবন হরণ করা হয়। তাদের হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়। মর্মান্তিক এই দৃশ্যের কষ্ট জাতি বয়ে বেড়াচ্ছে।

দলের ওপর দমন-পীড়নের বর্ণনা দিয়ে জামায়াতের আমির বলেন, ‘এরপরের আঘাতটাই আসে জামায়াতে ইসলামীর ওপর। ঠিক যেভাবে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছিল, তেমনি বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে। আমাদের হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে। দু-একজনের জীবন্ত দেহ থেকে চোখ উপড়ে ফেলা হয়েছে। থানায় সুস্থ মানুষকে ধরে নিয়ে মেঝেতে ফেলে সুস্থ মস্তিষ্কে গুলি করে পা বিচ্ছিন্ন করা হয়েছে। হাজার হাজার মামলায় লাখ লাখ কর্মীকে জেলে নেওয়া হয়েছে। দোকানপাট লুট করা হয়েছে। বাড়িঘর বুলডোজার ভেঙে ফেলা হয়েছে। চাকরি থেকে আমাদের লোকদের বরখাস্ত করা হয়েছে।’

চলমান বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা ৫৩ বছর ধরে শুনে আসছি ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। এবার তারা পানি ছাড়লো কিন্তু আমাদের বললোও না, আমরা বাধ্য হয়ে পানি ছাড়ছি, আপনার একটু সতর্কতা অবলম্বন করুন। এটা কিন্তু প্রতিবেশীর শিষ্টাচার। যদি উজানের কোনো দেশ আকস্মিক পানি ছেড়ে দেয় এবং ভাটির দেশকে না জানায় তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা তাদের শাস্তি চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে দুই প্রতিবেশী দেশ একসঙ্গে বসবাস করতে চাই। আশা করি ভবিষ্যতে তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন।’

আরও পড়ুন:পানির ন্যায্য হিস্যা ভারতকে দিতে হবে: আমির খসরু

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

১৭ বছর জাতির ঘাড়ে দুর্বিষহ বোঝা চাপিয়ে রাখা হয়েছিল:জামায়াত

আপডেট সময় ০৪:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

চলমান বার্তা ডেস্ক :মৌলভীবাজারে পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৭ বছর জাতির ঘাড়ে দুর্বিষহ বোঝা চাপিয়ে রাখা হয়েছিল। প্রথম দুই বছর আওয়ামী লীগের আন্দোলনের ফসল মঈন-ফখরুদ্দিন সরকার। তার পরের ১৫ বছর সরাসরি তারা নিজে। এই সাড়ে ১৫ বছরে জাতির কোমর ভেঙে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে বন্যাকবলিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার প্রদানের সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালে আওয়ামী ক্ষমতায় আসার পর প্রথম আঘাত হেনেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর ওপর। পিলখানায় বিডিআরের সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড করা হয়। সেখানে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সামরিক অফিসারকে হত্যা করা হয়। তাদের পরিবারের সদস্যদের জীবন হরণ করা হয়। তাদের হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়। মর্মান্তিক এই দৃশ্যের কষ্ট জাতি বয়ে বেড়াচ্ছে।

দলের ওপর দমন-পীড়নের বর্ণনা দিয়ে জামায়াতের আমির বলেন, ‘এরপরের আঘাতটাই আসে জামায়াতে ইসলামীর ওপর। ঠিক যেভাবে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছিল, তেমনি বিচারের নামে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে। আমাদের হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে। দু-একজনের জীবন্ত দেহ থেকে চোখ উপড়ে ফেলা হয়েছে। থানায় সুস্থ মানুষকে ধরে নিয়ে মেঝেতে ফেলে সুস্থ মস্তিষ্কে গুলি করে পা বিচ্ছিন্ন করা হয়েছে। হাজার হাজার মামলায় লাখ লাখ কর্মীকে জেলে নেওয়া হয়েছে। দোকানপাট লুট করা হয়েছে। বাড়িঘর বুলডোজার ভেঙে ফেলা হয়েছে। চাকরি থেকে আমাদের লোকদের বরখাস্ত করা হয়েছে।’

চলমান বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা ৫৩ বছর ধরে শুনে আসছি ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। এবার তারা পানি ছাড়লো কিন্তু আমাদের বললোও না, আমরা বাধ্য হয়ে পানি ছাড়ছি, আপনার একটু সতর্কতা অবলম্বন করুন। এটা কিন্তু প্রতিবেশীর শিষ্টাচার। যদি উজানের কোনো দেশ আকস্মিক পানি ছেড়ে দেয় এবং ভাটির দেশকে না জানায় তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ। আমরা তাদের শাস্তি চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে দুই প্রতিবেশী দেশ একসঙ্গে বসবাস করতে চাই। আশা করি ভবিষ্যতে তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন।’

আরও পড়ুন:পানির ন্যায্য হিস্যা ভারতকে দিতে হবে: আমির খসরু