ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে মোংলা সমুদ্র বন্দরে বাণিজ্যিক জাহাজের কার্যক্রম ব্যহত

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় মোংলা সহ তিন সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সঞ্চালনশীল মেঘমালার কারনে টানা তিন দিন ধরে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবনসংলগ্ন মোংলা উপকূলের জনজীবন।  মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকায় মোংলা সমুদ্র বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। 
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে পাঁচটি বিদেশি জাহাজ থেকে খাদ্যপণ্য ও সার খালাস করা সম্ভব হয়নি। পণ্য খালাসের জন্য বন্দরে গম, সার, ক্লিংকার, গ্যাস ও মেশিনারিজসহ মোট ১২টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি গমের ও তিনটি সারের জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে  ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা।
এ ছাড়া বৃষ্টিতে  মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। বৃষ্টির পানি জমে পৌর এলাকার বিভিন্ন আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির জমে থাকা পানি নিস্কাশন হতে না পেরে বিভিন্ন বাড়ি ঘর তলিয়ে নানা দুর্ভোগ আর ভোগান্তির সৃষ্টি করেছে।
 উপজেলার কানাইনগর, চিলা, জয়মনি সহ রাস্তা ও বেড়িবাঁধ ধ্বসে পশুর নদীর জোয়ারের প্লাবন ও লোকালয়ের বৃস্টির পানির জলাবদ্ধতা মিলে একাকার হয়ে গেছে। এতে শতাধিক চিংড়ি ও মৎস্য খামার ডুবে ভেসে গেছে লাখ লাখ টাকা মূল্যের বাগদা ও গলদা চিংড়ি  সহ বিভিন্ন প্রজাতির মাছ।
মোংলা আবহায়া অধিদপ্তরের ইনচার্জ হারুন অর রশিদ জানান, গত ২৪ ঘন্টায় মোংলা বন্দর সহ সুন্দরবন উপকুলে  প্রায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

টানা বৃষ্টিতে মোংলা সমুদ্র বন্দরে বাণিজ্যিক জাহাজের কার্যক্রম ব্যহত

আপডেট সময় ০৯:০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় মোংলা সহ তিন সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সঞ্চালনশীল মেঘমালার কারনে টানা তিন দিন ধরে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবনসংলগ্ন মোংলা উপকূলের জনজীবন।  মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকায় মোংলা সমুদ্র বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। 
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বৈরী আবহাওয়ায় মোংলা বন্দরে পাঁচটি বিদেশি জাহাজ থেকে খাদ্যপণ্য ও সার খালাস করা সম্ভব হয়নি। পণ্য খালাসের জন্য বন্দরে গম, সার, ক্লিংকার, গ্যাস ও মেশিনারিজসহ মোট ১২টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি গমের ও তিনটি সারের জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে  ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা।
এ ছাড়া বৃষ্টিতে  মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। বৃষ্টির পানি জমে পৌর এলাকার বিভিন্ন আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির জমে থাকা পানি নিস্কাশন হতে না পেরে বিভিন্ন বাড়ি ঘর তলিয়ে নানা দুর্ভোগ আর ভোগান্তির সৃষ্টি করেছে।
 উপজেলার কানাইনগর, চিলা, জয়মনি সহ রাস্তা ও বেড়িবাঁধ ধ্বসে পশুর নদীর জোয়ারের প্লাবন ও লোকালয়ের বৃস্টির পানির জলাবদ্ধতা মিলে একাকার হয়ে গেছে। এতে শতাধিক চিংড়ি ও মৎস্য খামার ডুবে ভেসে গেছে লাখ লাখ টাকা মূল্যের বাগদা ও গলদা চিংড়ি  সহ বিভিন্ন প্রজাতির মাছ।
মোংলা আবহায়া অধিদপ্তরের ইনচার্জ হারুন অর রশিদ জানান, গত ২৪ ঘন্টায় মোংলা বন্দর সহ সুন্দরবন উপকুলে  প্রায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরো পড়ুন : বিয়ের চার মাস পর কফিনে রংপুরের পৈত্তিক নিবাসে ফিরলো মিলি