ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাড়া চাওয়ায় বিএনপি কর্মীদের হাতে দোকান মালিক খুন, আতঙ্কে মৃতের পরিবার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ট্রাম্পের দূত স্টিভ উইটকফের গাজা সফর রুশ সাবেক প্রেসিডেন্টের মন্তব্যে নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের জুলাই পদযাত্রায় কতটা সাড়া ফেললো এনসিপি? মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক: আমীর খসরু আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ‘বন্ধু’ ভারতের ওপর আবারো চড়াও যুক্তরাষ্ট্র, আরও ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্য বিজয় : প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

মোংলায় আমদানীকৃত গাড়ীর যন্ত্রাংশ চুরির অভিযোগে দুইজন আটক

মাসুদ রানা , মোংলা
মোংলা বন্দর জেটিতে জাপান থেকে আমদানীকরা বিভিন্ন ব্রান্ডের রিকন্ডিশন গাড়ী থেকে মেমোরী কার্ড ও মুল্যবান যন্ত্রাংশ চুরি করে পাচারের অভিযোগে দুই জনকে আটক করে মোংলা থানায় সোপর্দ করেছে বন্দরের নিরাপত্তাকর্মীরা। বুধবার ভোর রাতে থানায় সোপর্দ করলে বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠায় পুলিশ।

মোংলা বন্দরের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার এমভি লোটস লিডার ও এমভি মালেশিয়া স্টার নামের দুইটি বিদেশী জাহাজ নঙ্গর করে মোংলা বন্দরে। সেই জাহাজ থেকে গাড়ী খালাস করছিল আমদানীকারকরা। এ গাড়ীগুলো জাহাজ থেকে খালাস করে বনদরের সেডে রাকার জন্য ৮৪ জন ড্রাইভার (গাড়ী চালক) নিয়োগ দেয় খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিঃ নামের প্রতিষ্ঠান। গাড়ীগুলো নামানোর সময় বুধবার রাতে এসকল নামী-দামী গাড়ী থেকে কতোগুলো মেমোরী কার্ড ও বেশ কিছু মুল্যবান যন্ত্রাংশ চুরি করে পাচার করছে এমন গোপন সংবাদ পায় বন্দরের নিরাপত্তাকর্মীরা।

এসময় গাড়ী চালকদের তল্লাশী করে মৃত মাহবুব শেখ’র ছেলে আছাদুল শেখ ও আবুল বসারের ছেলে আকাশ মোহাম্মাদ নামের দুই জনের কাছ থেকে এসকল মালামাল উদ্ধার করা হয়। এ দুজনের বাড়ি বাগেরহাট জেলার নোয়াপাড়ার ফকিরহাট এলাকায়। তারা দীর্ঘদিন মোংলা বন্দর জেটি থেকে গাড়ী খালাস করতো এবং বন্দর সেড থেকে গাড়ী নিয়ে আদানীকারকেদের শো-রুমে পৌছে দিতো। পরে তাদের আটক করে বুধবার রাতে মোংলা থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে বন্দরের নিরাপত্তা উপ-পরিদর্শক আতাউর রহজমান বকুল বাদি হয়ে মোংলা থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তদের জেল হাজতে পাঠানো হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, এ সকল গাড়ী চালকদের কাছে আমদানীকারকরা কোটি কোটি টাকা মুল্যের গাড়ীগুলো বিশ্বাস করে ছেড়ে দেয় যাতে জাহাজ থেকে খালাস ও শো-রুমে পৌছানোর জন্য। কিন্ত চালকরা ভিশ্বাস ভঙ্গ করে মুল্যবান মালামাল চুরি করে এ সম্পদটি নষ্ট করছে। দুজনকে আটক এবং মামলা দায়ের করে পুলিশের কাছে দিয়েছে। পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

আরো পড়ুন: মোংলায় চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান হতে চান ১৪ জন, সবাই আওয়ামী লীগের 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায় আমদানীকৃত গাড়ীর যন্ত্রাংশ চুরির অভিযোগে দুইজন আটক

আপডেট সময় ১০:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

মাসুদ রানা , মোংলা
মোংলা বন্দর জেটিতে জাপান থেকে আমদানীকরা বিভিন্ন ব্রান্ডের রিকন্ডিশন গাড়ী থেকে মেমোরী কার্ড ও মুল্যবান যন্ত্রাংশ চুরি করে পাচারের অভিযোগে দুই জনকে আটক করে মোংলা থানায় সোপর্দ করেছে বন্দরের নিরাপত্তাকর্মীরা। বুধবার ভোর রাতে থানায় সোপর্দ করলে বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠায় পুলিশ।

মোংলা বন্দরের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার এমভি লোটস লিডার ও এমভি মালেশিয়া স্টার নামের দুইটি বিদেশী জাহাজ নঙ্গর করে মোংলা বন্দরে। সেই জাহাজ থেকে গাড়ী খালাস করছিল আমদানীকারকরা। এ গাড়ীগুলো জাহাজ থেকে খালাস করে বনদরের সেডে রাকার জন্য ৮৪ জন ড্রাইভার (গাড়ী চালক) নিয়োগ দেয় খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স লিঃ নামের প্রতিষ্ঠান। গাড়ীগুলো নামানোর সময় বুধবার রাতে এসকল নামী-দামী গাড়ী থেকে কতোগুলো মেমোরী কার্ড ও বেশ কিছু মুল্যবান যন্ত্রাংশ চুরি করে পাচার করছে এমন গোপন সংবাদ পায় বন্দরের নিরাপত্তাকর্মীরা।

এসময় গাড়ী চালকদের তল্লাশী করে মৃত মাহবুব শেখ’র ছেলে আছাদুল শেখ ও আবুল বসারের ছেলে আকাশ মোহাম্মাদ নামের দুই জনের কাছ থেকে এসকল মালামাল উদ্ধার করা হয়। এ দুজনের বাড়ি বাগেরহাট জেলার নোয়াপাড়ার ফকিরহাট এলাকায়। তারা দীর্ঘদিন মোংলা বন্দর জেটি থেকে গাড়ী খালাস করতো এবং বন্দর সেড থেকে গাড়ী নিয়ে আদানীকারকেদের শো-রুমে পৌছে দিতো। পরে তাদের আটক করে বুধবার রাতে মোংলা থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে বন্দরের নিরাপত্তা উপ-পরিদর্শক আতাউর রহজমান বকুল বাদি হয়ে মোংলা থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তদের জেল হাজতে পাঠানো হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, এ সকল গাড়ী চালকদের কাছে আমদানীকারকরা কোটি কোটি টাকা মুল্যের গাড়ীগুলো বিশ্বাস করে ছেড়ে দেয় যাতে জাহাজ থেকে খালাস ও শো-রুমে পৌছানোর জন্য। কিন্ত চালকরা ভিশ্বাস ভঙ্গ করে মুল্যবান মালামাল চুরি করে এ সম্পদটি নষ্ট করছে। দুজনকে আটক এবং মামলা দায়ের করে পুলিশের কাছে দিয়েছে। পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

আরো পড়ুন: মোংলায় চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান হতে চান ১৪ জন, সবাই আওয়ামী লীগের