ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় দূর্গতদের পাশে বসুন্ধরা গ্রুপ

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
মোংলা এলাকায় ঘূর্ণিঝড় রেমাল’র তান্ডবে ক্ষতিগ্রস্থ ও অসহায় দুর্গতদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছেন বসুন্ধরা গ্রুপ। আগামী মাসে পর পর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ তার পরিবারের ৩ থেকে ৪ জন সদস্যদের জন্মদিন অনুষ্ঠান। তাই সেই জন্মদিনের আনন্দ উৎসব পালন না করে ঘূণিঝড়ে সব কিছু হাড়িয়ে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে, মোংলায় এ সকল অসহা দের পাশে দাড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। দিয়েছেন খাদ্য সাগ্রীর ত্রান সহায়তা।

গত ২৬ মে মোংলা বন্দর ও সুন্দরবনের উপক’লীয় এলাকার উপর ধ্বংশযজ্ঞ চালিয়ে ব্যাপক ক্ষয়িক্ষতি করে এলাকা অতিক্রম করে প্রলংকারী ঘূর্ণিঝড় রেমাল। এতে মোংলা উপজেলায় প্রায় সাড়ে ৮ হাজার কাচাঁ-পাকা ঘর বাড়ি, রাস্তা ঘাট, জেলে পল্লি সহ ব্যাপক ক্ষতি হয় এলাকাজুড়ে। পানি বন্ধি হয়ে পরে প্রায় ৬০ হাজার মানুষ। এলাকার প্রধান ফসল চিংড়ী ঘের প্রায় দুই জাহাজর ঘের তালিয়ে সকল প্রজাতির মাছ ভেসে যায়। অসহায় হয়ে পরেছে এ এলাকার লক্ষাধিক মানুষ। ঠিক সেই সময় মোংলা ও রামপাল দুই উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। (বৃহস্পতিবার ৩০ মে) রদুপুর ১২টার দিকে মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে এক হাজার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে তেল, চাল, চিনি, লবন, চিড়া, নুডুস, টোস্ট ও ডাল সহ বেশ কয়েক প্রকারের খদ্য সামগ্রী।

বসুন্ধরা গ্রুপের জরুরী ত্রান সহায়তা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে  সংসদ সদস্য সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোঃ তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, চাদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের জিএম ফয়জুর রহমান, ডিজিএম মাসুদুর রহমান সহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, মোংলা উপজেলা কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদ চত্বরে আরো এক হাজার ৫শ জন অসহায়দের মাঝে এ ত্রান সহায়তা প্রদান করবেন বসুন্ধরা গ্রুপ। এছাড়াও দেশের অন্যান্য এলাকায়ও বন্যা গূর্গতদের পাশে থেকে ত্রান সহায়তা প্রদান করবে বলেও জানায় বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিরা।

মোংলা ও রামপাল (বাগেরহাট-৩) আসনে সংসদ সদস্য সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে মোংলা উপজেলা ও সুন্দরবনের ব্যাপক ধ্বংশযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এতে এ অঞ্চলের মানুষের ক্ষতির পাশাপাশী বনের বনজ ও প্রানীকুলের অপুরনীয় ক্ষতি হয়েছে। মানুষের জানের ক্ষতি না হলেও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবনের গাছপালা সহ অসংখ্য বন্যপ্রানীর মৃত হয়েছে। যা পুষিয়ে উঠতে কয়েক বছর সময় লাগবে। এ মহাবিপদের সময় সরকারের পাশাপাশী বন্যা দুর্গতদের পাশে এসে দাড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। আমদের পক্ষ থেকে অভিন্দন ও তাদের স্বাগত জানাই এলাকার অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য। আশা করি আগামীতেও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ তার লোকজন সব সময় আমাদের পাশে থাকবে এ প্রত্যাশা রাখি।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায় দূর্গতদের পাশে বসুন্ধরা গ্রুপ

আপডেট সময় ০২:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি:
মোংলা এলাকায় ঘূর্ণিঝড় রেমাল’র তান্ডবে ক্ষতিগ্রস্থ ও অসহায় দুর্গতদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছেন বসুন্ধরা গ্রুপ। আগামী মাসে পর পর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ তার পরিবারের ৩ থেকে ৪ জন সদস্যদের জন্মদিন অনুষ্ঠান। তাই সেই জন্মদিনের আনন্দ উৎসব পালন না করে ঘূণিঝড়ে সব কিছু হাড়িয়ে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে, মোংলায় এ সকল অসহা দের পাশে দাড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। দিয়েছেন খাদ্য সাগ্রীর ত্রান সহায়তা।

গত ২৬ মে মোংলা বন্দর ও সুন্দরবনের উপক’লীয় এলাকার উপর ধ্বংশযজ্ঞ চালিয়ে ব্যাপক ক্ষয়িক্ষতি করে এলাকা অতিক্রম করে প্রলংকারী ঘূর্ণিঝড় রেমাল। এতে মোংলা উপজেলায় প্রায় সাড়ে ৮ হাজার কাচাঁ-পাকা ঘর বাড়ি, রাস্তা ঘাট, জেলে পল্লি সহ ব্যাপক ক্ষতি হয় এলাকাজুড়ে। পানি বন্ধি হয়ে পরে প্রায় ৬০ হাজার মানুষ। এলাকার প্রধান ফসল চিংড়ী ঘের প্রায় দুই জাহাজর ঘের তালিয়ে সকল প্রজাতির মাছ ভেসে যায়। অসহায় হয়ে পরেছে এ এলাকার লক্ষাধিক মানুষ। ঠিক সেই সময় মোংলা ও রামপাল দুই উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। (বৃহস্পতিবার ৩০ মে) রদুপুর ১২টার দিকে মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে এক হাজার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে তেল, চাল, চিনি, লবন, চিড়া, নুডুস, টোস্ট ও ডাল সহ বেশ কয়েক প্রকারের খদ্য সামগ্রী।

বসুন্ধরা গ্রুপের জরুরী ত্রান সহায়তা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে  সংসদ সদস্য সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মোঃ তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, চাদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের জিএম ফয়জুর রহমান, ডিজিএম মাসুদুর রহমান সহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, মোংলা উপজেলা কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়ন পরিষদ চত্বরে আরো এক হাজার ৫শ জন অসহায়দের মাঝে এ ত্রান সহায়তা প্রদান করবেন বসুন্ধরা গ্রুপ। এছাড়াও দেশের অন্যান্য এলাকায়ও বন্যা গূর্গতদের পাশে থেকে ত্রান সহায়তা প্রদান করবে বলেও জানায় বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিরা।

মোংলা ও রামপাল (বাগেরহাট-৩) আসনে সংসদ সদস্য সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে মোংলা উপজেলা ও সুন্দরবনের ব্যাপক ধ্বংশযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এতে এ অঞ্চলের মানুষের ক্ষতির পাশাপাশী বনের বনজ ও প্রানীকুলের অপুরনীয় ক্ষতি হয়েছে। মানুষের জানের ক্ষতি না হলেও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবনের গাছপালা সহ অসংখ্য বন্যপ্রানীর মৃত হয়েছে। যা পুষিয়ে উঠতে কয়েক বছর সময় লাগবে। এ মহাবিপদের সময় সরকারের পাশাপাশী বন্যা দুর্গতদের পাশে এসে দাড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। আমদের পক্ষ থেকে অভিন্দন ও তাদের স্বাগত জানাই এলাকার অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য। আশা করি আগামীতেও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ তার লোকজন সব সময় আমাদের পাশে থাকবে এ প্রত্যাশা রাখি।