ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

ঝালকাঠিতে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। ছবি : সংগৃহীত

ঝালকাঠি জেলার গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এতে ১৪ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একটি ইজিবাইকের ৭ আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে গিয়ে মারা যান। আজ বুধবার (১৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে একটি প্রাইভেটকার চাপা পড়ে আছে। ওই গাড়িতে শিশুসহ ৬ জন আরোহী ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেছেন। এর বাইরেও আর একজন মারা গেছেন। শেষে খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় ১৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেটকারসহ একাধিক গাড়ি। সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন : বঙ্গোপসাগরে  জেলের মধ্যে সংঘর্ষে  আহত ৬, বনরক্ষীদের ফাঁকা গুলি

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

আপডেট সময় ০৫:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ঝালকাঠি জেলার গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এতে ১৪ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একটি ইজিবাইকের ৭ আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে গিয়ে মারা যান। আজ বুধবার (১৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে একটি প্রাইভেটকার চাপা পড়ে আছে। ওই গাড়িতে শিশুসহ ৬ জন আরোহী ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেছেন। এর বাইরেও আর একজন মারা গেছেন। শেষে খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় ১৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেটকারসহ একাধিক গাড়ি। সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন : বঙ্গোপসাগরে  জেলের মধ্যে সংঘর্ষে  আহত ৬, বনরক্ষীদের ফাঁকা গুলি