ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি ও উপজেলা জামায়তের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিজয় র্যালি ও গণমিছিল সহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৫ আগস্ট বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। বর্ণাঢ়্য বিজয় র্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহামান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার),সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক,সদস্য আব্দুল্যাহেল বাকী, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম।
উপজেলা বিএনপি’র বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। ন্যায়ের সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। বক্তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, এটি ছিল এক জাতিগত পুনর্জাগরণ। আজকের প্রজন্ম সেই চেতনাকে ধারণ করলেই আমরা এগিয়ে যাব।
অপরদিকে উপজেলা জামায়াতের উদ্যোগে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড সহ একটি বিশাল গণমিছিল উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ফকিরগঞ্জ বাজারের গোল চত্বরে ( ট্রাফিক মোড়) এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটোয়ারী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন ,সাধারণ সম্পাদক মাওলানা মোঃ খাদেমুল ইসলাম, সাবেক আমির মোঃ আব্দুর রহমান, রাধানগর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ গোলাম মুর্শেদ প্রমুখ।
জামায়াতে ইসলামী’র বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের আজ প্রথম বার্ষিকী পালন হচ্ছে। “ ৩৬ জুলাই (৫ আগস্ট) এর চেতনা বাস্তবায়ন ও ইনসাফভিত্তিক কল্যাণরাস্ট্র গঠন”- আমাদের লক্ষ্য।
বিএনপি’র বিজয় র্যালি ও জামায়াতের গণমিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সংশ্লিষ্ট দলের নেতা-কর্মীরা স্বত:স্ফুর্ত অংশগ্রহণ করেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন মর্মে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন।