ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্য বিজয় : প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২, এক সেনা কর্মকর্তা হেফাজতে আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ : তারেক রহমান হাসপাতালে ভর্তি জামায়াত আমির শফিকুর রহমান ১০০ আসনের উচ্চকক্ষ, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা : আইন উপদেষ্টা বিএসবির খায়রুলকে আরও ১০ মামলায় গ্রেপ্তার ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের সঙ্গে জরিমানাও বসালেন ট্রাম্প আওয়ামী আমলে ভোট করা অপরাধ হলে বিএনপি-জামায়াতও অপরাধী: জাপা

ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গা দখল; পূজারিদের বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউএনও’র নির্দেশে বলিদ্বারা দূর্গাপূজা মন্দিরের জায়গা দখল। বৃহস্পতিবার ( ৩১ জুলাই) উপজেলা পরিষদ চত্তরে পূজারিদের এ বিক্ষোভ করেছেন। 
মন্দির কমিটি সূত্রে জানা যায়, বলিদ্বারা বাজার সংলগ্ন ১৬ শতাংশ জমির উপর দূর্গাপূজা মন্দির রয়েছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূর্জা অর্চনা করে আসছে। আর সে জমির উপর হঠাৎ ললুপ দৃষ্ঠিতে তাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সাফিউল মাজলুবিন রহমান। তিনি গতকাল বুধবার মন্দিরে গিয়ে ২ঘন্টার মধ্যে সফিকুল নামীয় এক লোককে মন্দিরের জায়গা ছেড়ে দিতে বলেন,নতুবা মন্দিরের লোককে এরেস্ট করে নেওয়ার হুমকি প্রদান করেন।
এঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ফুঁসে উঠলে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে এসে ইউএন’ও বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় ইউএনও পূর্জা কমিটির লোকজনকে শান্ত হতে বলেন এবং বিকেলের মধ্যেই জমি সার্ভে করার কথা বলেন।
এ প্রসঙ্গে পূর্জা কমিটির সভাপতি সেবুলাল রায় বলেন, বলিদ্বারা এলাকার রহমান আলী’র ছেলে সফিকুল ইসলাম মন্দিরের পিছলে বাড়ি করার কথা এজন্য ইউএনও স্যার মন্দিরে এসে লোকজন দিয়ে বেড়া খুলে দেন এবং পূজা অর্চনার কাজে ব্যবহৃত কলা গাছ গুলি কেটে দেন। যা মোটেও ঠিক হয়নি। পরদিন এজন্য আমরা বিক্ষোভ প্রদর্শন করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে বলেন, স্বরেজমিনে গিয়ে মন্দিরের ১৬ শতাংশ মেপে দেওয়া হয়েছে, এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছিল,ওসি ছিল, আমি ছিলাম । সেখানে আর রাস্তা বের হবে না মনে হয়।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

নারীর চোখে যারা সুদর্শন পুরুষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গা দখল; পূজারিদের বিক্ষোভ

আপডেট সময় ০৯:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউএনও’র নির্দেশে বলিদ্বারা দূর্গাপূজা মন্দিরের জায়গা দখল। বৃহস্পতিবার ( ৩১ জুলাই) উপজেলা পরিষদ চত্তরে পূজারিদের এ বিক্ষোভ করেছেন। 
মন্দির কমিটি সূত্রে জানা যায়, বলিদ্বারা বাজার সংলগ্ন ১৬ শতাংশ জমির উপর দূর্গাপূজা মন্দির রয়েছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূর্জা অর্চনা করে আসছে। আর সে জমির উপর হঠাৎ ললুপ দৃষ্ঠিতে তাকায় রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সাফিউল মাজলুবিন রহমান। তিনি গতকাল বুধবার মন্দিরে গিয়ে ২ঘন্টার মধ্যে সফিকুল নামীয় এক লোককে মন্দিরের জায়গা ছেড়ে দিতে বলেন,নতুবা মন্দিরের লোককে এরেস্ট করে নেওয়ার হুমকি প্রদান করেন।
এঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ফুঁসে উঠলে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে এসে ইউএন’ও বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় ইউএনও পূর্জা কমিটির লোকজনকে শান্ত হতে বলেন এবং বিকেলের মধ্যেই জমি সার্ভে করার কথা বলেন।
এ প্রসঙ্গে পূর্জা কমিটির সভাপতি সেবুলাল রায় বলেন, বলিদ্বারা এলাকার রহমান আলী’র ছেলে সফিকুল ইসলাম মন্দিরের পিছলে বাড়ি করার কথা এজন্য ইউএনও স্যার মন্দিরে এসে লোকজন দিয়ে বেড়া খুলে দেন এবং পূজা অর্চনার কাজে ব্যবহৃত কলা গাছ গুলি কেটে দেন। যা মোটেও ঠিক হয়নি। পরদিন এজন্য আমরা বিক্ষোভ প্রদর্শন করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে বলেন, স্বরেজমিনে গিয়ে মন্দিরের ১৬ শতাংশ মেপে দেওয়া হয়েছে, এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছিল,ওসি ছিল, আমি ছিলাম । সেখানে আর রাস্তা বের হবে না মনে হয়।