পঞ্চগড় জেলা আওয়ামিলীগে’র কোষাধ্যক্ষ মোশারফ হোসেনকে আটক করেছেন পঞ্চগড় সদর থানার পুলিশ। গতকাল বিকেলে (০৫) জুন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামানে’র দিক নির্দেশনায় এস আই মানিক উদ্দিনে’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম জালাসী এলাকা থেকে আওয়ামি লীগ নেতা মোশাররফকে আটক করেন।
নাম প্রকাশ না করার শর্তে মোশারফ হোসেন জালাসী এলাকার বাসিন্দা’রা জানান বিগত ১৫ বছরে আওয়ামি লীগ সরকার ক্ষমতায় থেকে অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি। অভিযোগ রয়েছে জমি দখল সহ নানা অপরাধ কর্মকান্ডে লিপ্ত থাকার কথা। জালাশী এলাকাটিকে গড়ে তুলেছেন একটি বিরাট সিন্ডিকেট টিম। এমন কি জালাশী বাজারে মোশাররফের ভয়ে তার বাইরে গিয়ে কেউ কাজ করার সাহস দেখাতে পারেনি। জালাশী এলাকায় তিনি ছিলেন অঘোষিত সম্রাট। একক আধিপত্য বিস্তার করাই ছিলো তার নেশা, ছিলো টেন্ডার বাণিজ্য। নাশকতা, হত্যা সহ একাধিক মামলার আসামী ছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে পঞ্চগড় সদর থানার পুলিশ মোশাররফ কে ধরতে কাজ করছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত অফিসার আব্দুল্লাহ হিল জামান আওয়ামি লীগ নেতা মোশাররফ হোসেনের আটকের বিষয় টি নিশ্চিত করেছেন।