ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পবিস-২ এর  কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি চলছে

মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা ১২ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। গতকাল মঙ্গলবার নবম দিনের মতো কর্মবিরতি পালন করছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২( পবিস-২) এর কর্মকর্তা ও কর্মচারীগণ। তারা গান- আড্ডার মধ্য দিয়ে বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
দাবীর মধ্যে রয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, অভিন্ন সার্ভিস কোড, শুক্র-শনিবার ছুটি, শান্তি বিনোদনসহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভার টাইম, টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা, বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায় সংগত কর্মপরিবেশ তৈরি।
কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, তাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিনরাত সেবা দিয়ে গেলেও চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা ও বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার থেকে রক্ষা পেতে অবিলম্বে তাঁরা ১২ দফা বাস্তবায়নের দাবি জানান।
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এক হলেও বেতন-ভাতা, পদোন্নতি, ছুটিসহ সব সুযোগ-সুবিধা ভিন্ন। এছাড়া বিভিন্ন সময় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের স্থায়ী না করায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নির্ধারিত কর্মঘণ্টা নির্ধারণ’সহ তাদের দাবিদাওয়া না মেনে নিলে তারা আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হুশিয়ারি দেন।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পবিস-২ এর  কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি চলছে

আপডেট সময় ০৬:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা ১২ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। গতকাল মঙ্গলবার নবম দিনের মতো কর্মবিরতি পালন করছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২( পবিস-২) এর কর্মকর্তা ও কর্মচারীগণ। তারা গান- আড্ডার মধ্য দিয়ে বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
দাবীর মধ্যে রয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, অভিন্ন সার্ভিস কোড, শুক্র-শনিবার ছুটি, শান্তি বিনোদনসহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভার টাইম, টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা, বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায় সংগত কর্মপরিবেশ তৈরি।
কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, তাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিনরাত সেবা দিয়ে গেলেও চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা ও বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার থেকে রক্ষা পেতে অবিলম্বে তাঁরা ১২ দফা বাস্তবায়নের দাবি জানান।
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এক হলেও বেতন-ভাতা, পদোন্নতি, ছুটিসহ সব সুযোগ-সুবিধা ভিন্ন। এছাড়া বিভিন্ন সময় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের স্থায়ী না করায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নির্ধারিত কর্মঘণ্টা নির্ধারণ’সহ তাদের দাবিদাওয়া না মেনে নিলে তারা আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হুশিয়ারি দেন।
আরো পড়ুন : মমিনপুর ইউপির ভ্রাম্যমাণ লাইব্রেরীর বেহাল দশা