ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানটিকে নিজের জমিদারি বানিয়েছেন। বিভিন্ন খাত থেকে প্রাপ্ত আয় কমিটির মাধ্যমে গিলে খেয়েছেন। ১২ বছরের আয় ব্যয়ের হিসেব ও পদত্যাগ এই দুটো দাবিতে তাই আমরা অনড়। আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখে এমন দাবি তুলেছেন বিক্ষুব্ধ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের জমিতে থাকা ডে হাট, দোকান ও পুকুর থেকে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ আত্মসাৎ, কলেজ শাখায় ১২জন শিক্ষক ও কর্মচারী নিয়োগের প্রায় ১ কোটি টাকা প্রতিষ্ঠানের কোষাগারে জমা না রাখা। এ রকম নানা অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রাখতে গত ১২ বছর ধরে পকেট কমিটির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনা করছেন অধ্যক্ষ।

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ দায়ের করা হলেও ব্যবস্থা নেয়নি কেউ। কলেজের মানবিক শাখায় অর্থনীতি বিভাগের শিক্ষক সংকট রয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে। কিন্তু এনটিআরসি বরাবর চাহিদা পাঠায়নি অধ্যক্ষ। কমে গেছে শিক্ষার মান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ রেখেছে শিক্ষার্থীরা। বেলা সাড়ে তিনটা বাজে ক্ষুধার্ত শিক্ষার্থীরা কেউ কেউ তালা দেয়া গেটের উপর দিয়ে পাড় হয়ে যাচ্ছে। একদল শিক্ষার্থী শ্লোগান দিচ্ছে। একদল মাঠে জটলা পাকাচ্ছে। বিকেল চারটার দিকে গেটের তালা খুলে দিলে শিক্ষার্থীদের একাংশ বাড়ীতে চলে যায়। বিকেল সাড়ে চারটার দিকে দুপুরের খাবার খেয়ে স্বাভাবিক ড্রেসে এসে অবরুদ্ধ অধ্যক্ষের রুমে অবস্থান নেয় সাবেক ও বর্তমান শিক্ষার্থী। সর্বশেষ এ সংবাদ লেখা পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ রেখে নানা বিষয়ে হিসেব নিচ্ছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে অধ্যক্ষ জয়নাল আবেদীন জানান, আমি শিক্ষার্থীদের দাবি বিবেচনায় রেখে তাদের সাথে কথা বলছি।

আরো পড়ুন : পাগলাপীরে সারের মূল্য বেশী নেয়ার অভিযোগ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

আপডেট সময় ১০:৫৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানটিকে নিজের জমিদারি বানিয়েছেন। বিভিন্ন খাত থেকে প্রাপ্ত আয় কমিটির মাধ্যমে গিলে খেয়েছেন। ১২ বছরের আয় ব্যয়ের হিসেব ও পদত্যাগ এই দুটো দাবিতে তাই আমরা অনড়। আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখে এমন দাবি তুলেছেন বিক্ষুব্ধ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের জমিতে থাকা ডে হাট, দোকান ও পুকুর থেকে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ আত্মসাৎ, কলেজ শাখায় ১২জন শিক্ষক ও কর্মচারী নিয়োগের প্রায় ১ কোটি টাকা প্রতিষ্ঠানের কোষাগারে জমা না রাখা। এ রকম নানা অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রাখতে গত ১২ বছর ধরে পকেট কমিটির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনা করছেন অধ্যক্ষ।

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ দায়ের করা হলেও ব্যবস্থা নেয়নি কেউ। কলেজের মানবিক শাখায় অর্থনীতি বিভাগের শিক্ষক সংকট রয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে। কিন্তু এনটিআরসি বরাবর চাহিদা পাঠায়নি অধ্যক্ষ। কমে গেছে শিক্ষার মান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ রেখেছে শিক্ষার্থীরা। বেলা সাড়ে তিনটা বাজে ক্ষুধার্ত শিক্ষার্থীরা কেউ কেউ তালা দেয়া গেটের উপর দিয়ে পাড় হয়ে যাচ্ছে। একদল শিক্ষার্থী শ্লোগান দিচ্ছে। একদল মাঠে জটলা পাকাচ্ছে। বিকেল চারটার দিকে গেটের তালা খুলে দিলে শিক্ষার্থীদের একাংশ বাড়ীতে চলে যায়। বিকেল সাড়ে চারটার দিকে দুপুরের খাবার খেয়ে স্বাভাবিক ড্রেসে এসে অবরুদ্ধ অধ্যক্ষের রুমে অবস্থান নেয় সাবেক ও বর্তমান শিক্ষার্থী। সর্বশেষ এ সংবাদ লেখা পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ রেখে নানা বিষয়ে হিসেব নিচ্ছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে অধ্যক্ষ জয়নাল আবেদীন জানান, আমি শিক্ষার্থীদের দাবি বিবেচনায় রেখে তাদের সাথে কথা বলছি।

আরো পড়ুন : পাগলাপীরে সারের মূল্য বেশী নেয়ার অভিযোগ