ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সরকারি মোসলেম উদ্দিন কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল । জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। এতে হরিপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হিসাবে মুন্নাকে এবং সাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ২০২৫ ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক রেজুর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে তরিকুল ইসলাম তারেক’কে সহ-সভাপতি ও তবিবুর রহমান’কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিয়াম’কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এছাড়াও দপ্তর সম্পাদক পদে কাউসার আলী ও আবুল কাশেম কে সদস্য রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন কমিটির নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়।