ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
কালের আবর্তে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে হুক্কা। তত্ত্ব অনুসন্ধানে মুরব্বিদের সাথে কথা বলে জানা যায়, একসময় ষাঁট দশকেও জনপ্রিয় ধূমপান মাধ্যম ছিল হুক্কা। কৃষক শ্রমিক বাড়ির উঠোনে সকালে বিকালে কাজের ফাঁকে, নানান ভঙ্গিতে হুক্কা টানতেন। এতে করে কৃষকরা পরিতৃপ্ত পেতো। জমিদারেরা, বড়লোকেরা ও গ্রামের মোড়লরা নানাভাবে তামাক তৈরি করে হুক্কায় টান দিত।

উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের প্রবীণ ব্যক্তি মোঃ আবুল কাশেম (৯৫) এর সাথে কথা হলে তিনি জানান, আমাদের সময় জনপ্রিয় একমাত্র মাধ্যম ছিল হুক্কা। আবহমান গ্রাম বাংলার মানুষেরা হুক্কার মাধ্যমে তামাক পানে অভ্যস্ত ছিলেন। দিনমজুর থেকে শুরু করে জমিদার বাড়ি পর্যন্ত হুক্কার প্রচলন ছিল সর্বত্র।

প্রবীণ মানুষেরা এই হুক্কার মধ্যেই খুঁজে পান ইতিহাস, ঐতিহ্য আর মাটির গন্ধ। গ্রামের বৈঠকখানা গুলোতে আড্ডার মাধ্যমে পালাক্রমে হুক্কা টানতো বিভিন্ন বয়সের পুরুষেরা। এখন সেই চিরাচরিত দৃশ্যটি আর দেখা যায় না। কালের আবর্তে হারিয়ে গেছে সেই ঐতিহ্য।

যুগের সাথে তাল মিলিয়ে হুক্কার স্থান দখল করে নিয়েছে, বিড়ি সিগারেট, গাজা সহ অন্যান্য মাদকদ্রব্য। যা মানুষের জন্য খুবই ক্ষতিকারক। সত্যিকার অর্থে কালের আবর্তে উপজেলা থেকে প্রায় হাড়িয়ে গেছে এক সময়কার ঐতিহ্যবাহী হুক্কা।

আরো পড়ুন : হাটপাঙ্গাঁসীতে ৬ বছরের শিশুকে বলৎকার; হত্যার হুমকি

 

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা

আপডেট সময় ১১:১৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
কালের আবর্তে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে হুক্কা। তত্ত্ব অনুসন্ধানে মুরব্বিদের সাথে কথা বলে জানা যায়, একসময় ষাঁট দশকেও জনপ্রিয় ধূমপান মাধ্যম ছিল হুক্কা। কৃষক শ্রমিক বাড়ির উঠোনে সকালে বিকালে কাজের ফাঁকে, নানান ভঙ্গিতে হুক্কা টানতেন। এতে করে কৃষকরা পরিতৃপ্ত পেতো। জমিদারেরা, বড়লোকেরা ও গ্রামের মোড়লরা নানাভাবে তামাক তৈরি করে হুক্কায় টান দিত।

উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের প্রবীণ ব্যক্তি মোঃ আবুল কাশেম (৯৫) এর সাথে কথা হলে তিনি জানান, আমাদের সময় জনপ্রিয় একমাত্র মাধ্যম ছিল হুক্কা। আবহমান গ্রাম বাংলার মানুষেরা হুক্কার মাধ্যমে তামাক পানে অভ্যস্ত ছিলেন। দিনমজুর থেকে শুরু করে জমিদার বাড়ি পর্যন্ত হুক্কার প্রচলন ছিল সর্বত্র।

প্রবীণ মানুষেরা এই হুক্কার মধ্যেই খুঁজে পান ইতিহাস, ঐতিহ্য আর মাটির গন্ধ। গ্রামের বৈঠকখানা গুলোতে আড্ডার মাধ্যমে পালাক্রমে হুক্কা টানতো বিভিন্ন বয়সের পুরুষেরা। এখন সেই চিরাচরিত দৃশ্যটি আর দেখা যায় না। কালের আবর্তে হারিয়ে গেছে সেই ঐতিহ্য।

যুগের সাথে তাল মিলিয়ে হুক্কার স্থান দখল করে নিয়েছে, বিড়ি সিগারেট, গাজা সহ অন্যান্য মাদকদ্রব্য। যা মানুষের জন্য খুবই ক্ষতিকারক। সত্যিকার অর্থে কালের আবর্তে উপজেলা থেকে প্রায় হাড়িয়ে গেছে এক সময়কার ঐতিহ্যবাহী হুক্কা।

আরো পড়ুন : হাটপাঙ্গাঁসীতে ৬ বছরের শিশুকে বলৎকার; হত্যার হুমকি