ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি ক্ষেত্রে অবদান রাখায় এআইপি সম্মাননা পেলেন কৃষিবিদ সুইট 

এইচএম ফারুক, স্টাফ রিপোর্টার
কৃষিতে অসামান্য অবদান রাখায় এআইপি সম্মাননা পদক পেয়েছেন এগ্রো বেজড সোসিও ইকোনমিক্যাল  ডেভেলপয়েন্ট সার্ভিসেস এর চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন সুইট। কৃষি চলমান অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সম্মাননা তাকে আরো উৎসাহিত করবে। রবিবার (৭ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ শফিকুর রহমান চৌধুরী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী।
কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী যখন বললেন বাংলাদেশের ১ “ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ আমি তার এই কথাকে ধারণ করে রায়গঞ্জ- তাড়াশ এলাকার কয়েক হাজার বিঘা অনাবাদি জলাবদ্ধতা পূর্ণ জমিকে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা মুক্ত করে তিন ফসলী আবাদের আওতায় নিয়ে এসেছি”।
ইউক্রেন থেকে আমাদের ভোজ্যতেল আমদানি করতে হয় কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ভোজ্যতেলের শংকট দেখা দিল। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তার এক বক্তব্যে বলেন ভোজ্যতেলের উৎপাদন করতে হবে”। তখন তিনি ধান গবেষণা থেকে স্বল্প মেয়াদী ধান সংগ্রহ করেন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে  বিতরণ করেন। এর পাশাপাশি আউস এবং আমন দুই মৌসুমের ধানের মধ্যে যে সময়টুকু থাকে সেখানে তিনি কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করেন। যার কারনে সরিষা একটি উৎসব তার নিজ এলাকায় রায়গঞ্জ -তাড়াশ এ শুরু হয়ে গিয়েছে। সারাদেশে ১১ লক্ষ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে যার মধ্যে সিরাজগঞ্জ জেলাতেই হয়েছে ১ লক্ষ মেট্রিক টন উৎপাদন।
কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন সুইট বলেন, কৃষিবিদরা কৃষি ক্ষেত্রে যে অবদান রেখেছেন সেটা অসামান্য। তিনি সকল কৃষিবিদদের আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা বাংলাদেশের যে কৃষি বান্ধব প্রধানমন্ত্রী এবং যে সরকার চলছে সেই সরকারের নির্দেশনা মোতাবেক যে যতটুকু পারি চেষ্টা করিবেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে। এবং সবাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তিনটা করে গাছ লাগানোর মধ্যে দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা সবাই চেষ্টা করে যাবো।
উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় কর্তৃক ২০১৯ সালে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এ আইপি)নীতিমালা প্রনীত হয়েছে।  তার আলোকে ২০২০ সালে এ আইপি পেয়েছিলাম ১৩ জন।এআইপি সম্মাননা পাপ্তগণ সিআইপিদের  মধ্যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কৃষি ক্ষেত্রে অবদান রাখায় এআইপি সম্মাননা পেলেন কৃষিবিদ সুইট 

আপডেট সময় ০৬:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
এইচএম ফারুক, স্টাফ রিপোর্টার
কৃষিতে অসামান্য অবদান রাখায় এআইপি সম্মাননা পদক পেয়েছেন এগ্রো বেজড সোসিও ইকোনমিক্যাল  ডেভেলপয়েন্ট সার্ভিসেস এর চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন সুইট। কৃষি চলমান অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সম্মাননা তাকে আরো উৎসাহিত করবে। রবিবার (৭ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ শফিকুর রহমান চৌধুরী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী।
কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী যখন বললেন বাংলাদেশের ১ “ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ আমি তার এই কথাকে ধারণ করে রায়গঞ্জ- তাড়াশ এলাকার কয়েক হাজার বিঘা অনাবাদি জলাবদ্ধতা পূর্ণ জমিকে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা মুক্ত করে তিন ফসলী আবাদের আওতায় নিয়ে এসেছি”।
ইউক্রেন থেকে আমাদের ভোজ্যতেল আমদানি করতে হয় কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ভোজ্যতেলের শংকট দেখা দিল। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তার এক বক্তব্যে বলেন ভোজ্যতেলের উৎপাদন করতে হবে”। তখন তিনি ধান গবেষণা থেকে স্বল্প মেয়াদী ধান সংগ্রহ করেন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে  বিতরণ করেন। এর পাশাপাশি আউস এবং আমন দুই মৌসুমের ধানের মধ্যে যে সময়টুকু থাকে সেখানে তিনি কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করেন। যার কারনে সরিষা একটি উৎসব তার নিজ এলাকায় রায়গঞ্জ -তাড়াশ এ শুরু হয়ে গিয়েছে। সারাদেশে ১১ লক্ষ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে যার মধ্যে সিরাজগঞ্জ জেলাতেই হয়েছে ১ লক্ষ মেট্রিক টন উৎপাদন।
কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন সুইট বলেন, কৃষিবিদরা কৃষি ক্ষেত্রে যে অবদান রেখেছেন সেটা অসামান্য। তিনি সকল কৃষিবিদদের আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা বাংলাদেশের যে কৃষি বান্ধব প্রধানমন্ত্রী এবং যে সরকার চলছে সেই সরকারের নির্দেশনা মোতাবেক যে যতটুকু পারি চেষ্টা করিবেন এক ইঞ্চি জমিও অনাবাদি না থাকে। এবং সবাই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তিনটা করে গাছ লাগানোর মধ্যে দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা সবাই চেষ্টা করে যাবো।
উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় কর্তৃক ২০১৯ সালে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এ আইপি)নীতিমালা প্রনীত হয়েছে।  তার আলোকে ২০২০ সালে এ আইপি পেয়েছিলাম ১৩ জন।এআইপি সম্মাননা পাপ্তগণ সিআইপিদের  মধ্যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন।
আরো পড়ুন : রায়গঞ্জে দরিদ্র পরিবারেরা পেল উন্নত টয়লেট