ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিজ আছে, রাস্তা নেই, দুর্ভোগে এলাকাবাসী

মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজন্জ জেলার রায়গঞ্জ উপজেলার ০৭ নং নলকা ইউনিয়নের এরান্দহ কারিগরপাড়া থেকে তিননান্দিনা উত্তর পাড়া  যাওয়ার নতুন রাস্তায় এরান্দহ-বোয়ালিয়া বিলের ওপর রয়েছে একটি সেতু ।  কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই । প্রত্যেক বছরই বন্যায় মাটি নেমে যায় । এজন্য সেতুটি কোনো কাজেই আসছে না এলাকাবাসীর। প্রায় এক যুগ আগে নির্মাণ করা হয়েছে সেতুটি ।

সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুর পূর্ব পার্শ্ব নিচ থেকে প্রায়  ফুট উঁচু কিন্তু মাটি নেই। পশ্চিম পাশে তিন ফুট উঁচু কিন্তু যাতায়াতের সুযোগ নেই ।  সংযোগ সড়ক না থাকায় সেতুটি যাতায়াতের জন্য ব্যবহৃত হচ্ছে না । সেতুর পাশে খালের মধ্য দিয়ে চলাচল করছেন স্থানীয়রা ।

তিননান্দিনা রশিদিয়া দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, লাখ লাখ টাকা খরচ করে সেতুটি নির্মাণ করা হলেও সেতুর দুই পাশে মাটিসহ সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ।

সেতুর পশ্চিম পাশের জমিদাতা এরান্দহ গ্রামের সোরহাব আলীসহ কয়েকজন জানান, এখানে কোনো সরকারী সড়ক নেই । জমির আইল দিয়ে জনগণ চলাচল করতো । পরে সেতুটি নির্মাণ হলেও যাতায়াতের জন্য কেউ জমি দিতে চান না ।

তিননান্দিনা ও রামপুর গ্রামটি নদীবেষ্টিত এলাকা । এই এলাকার আবাদি শস্য, ভারী মালামাল হাট-বাজারে নিতে নদী পারাপার হতে হয় । এতে একদিকে সময় অপচয় অন্যদিকে ঝুঁকি থেকে যায় ।  মুমূর্ষু রোগীকে হাসপাতাল ও ক্লিনিকে নিতে তিননান্দিনা-নলছিয়ার খেয়াঘাটে নৌকার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় । এই অবস্থায় সেতুটি ব্যবহার উপযোগী করতে দুই পাশে সড়ক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ।

এ বিষয়ে নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, ‘দুই গ্রামের মানুষের যাতায়াতের জন্য ২০১১ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিলো । সেতুটি নির্মাণ হলেও কিছু জটিলতায় এর দুই পাশে সড়ক করা সম্ভব হয়নি । সড়ক না হওয়ায় সেতুটি অকেজো হয়ে আছে । আমার ইচ্ছা আছে সবার সহযোগিতা নিয়ে সেতুর দুই পাশে রাস্তা নির্মাণ করবো ।

আরো পড়ুন : গরু চুরি ও অসামাজিক কাজে প্রতিরোধে রাত জেগে পাহারা

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ব্রিজ আছে, রাস্তা নেই, দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় ০৩:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজন্জ জেলার রায়গঞ্জ উপজেলার ০৭ নং নলকা ইউনিয়নের এরান্দহ কারিগরপাড়া থেকে তিননান্দিনা উত্তর পাড়া  যাওয়ার নতুন রাস্তায় এরান্দহ-বোয়ালিয়া বিলের ওপর রয়েছে একটি সেতু ।  কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই । প্রত্যেক বছরই বন্যায় মাটি নেমে যায় । এজন্য সেতুটি কোনো কাজেই আসছে না এলাকাবাসীর। প্রায় এক যুগ আগে নির্মাণ করা হয়েছে সেতুটি ।

সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুর পূর্ব পার্শ্ব নিচ থেকে প্রায়  ফুট উঁচু কিন্তু মাটি নেই। পশ্চিম পাশে তিন ফুট উঁচু কিন্তু যাতায়াতের সুযোগ নেই ।  সংযোগ সড়ক না থাকায় সেতুটি যাতায়াতের জন্য ব্যবহৃত হচ্ছে না । সেতুর পাশে খালের মধ্য দিয়ে চলাচল করছেন স্থানীয়রা ।

তিননান্দিনা রশিদিয়া দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, লাখ লাখ টাকা খরচ করে সেতুটি নির্মাণ করা হলেও সেতুর দুই পাশে মাটিসহ সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ।

সেতুর পশ্চিম পাশের জমিদাতা এরান্দহ গ্রামের সোরহাব আলীসহ কয়েকজন জানান, এখানে কোনো সরকারী সড়ক নেই । জমির আইল দিয়ে জনগণ চলাচল করতো । পরে সেতুটি নির্মাণ হলেও যাতায়াতের জন্য কেউ জমি দিতে চান না ।

তিননান্দিনা ও রামপুর গ্রামটি নদীবেষ্টিত এলাকা । এই এলাকার আবাদি শস্য, ভারী মালামাল হাট-বাজারে নিতে নদী পারাপার হতে হয় । এতে একদিকে সময় অপচয় অন্যদিকে ঝুঁকি থেকে যায় ।  মুমূর্ষু রোগীকে হাসপাতাল ও ক্লিনিকে নিতে তিননান্দিনা-নলছিয়ার খেয়াঘাটে নৌকার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় । এই অবস্থায় সেতুটি ব্যবহার উপযোগী করতে দুই পাশে সড়ক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ।

এ বিষয়ে নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, ‘দুই গ্রামের মানুষের যাতায়াতের জন্য ২০১১ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিলো । সেতুটি নির্মাণ হলেও কিছু জটিলতায় এর দুই পাশে সড়ক করা সম্ভব হয়নি । সড়ক না হওয়ায় সেতুটি অকেজো হয়ে আছে । আমার ইচ্ছা আছে সবার সহযোগিতা নিয়ে সেতুর দুই পাশে রাস্তা নির্মাণ করবো ।

আরো পড়ুন : গরু চুরি ও অসামাজিক কাজে প্রতিরোধে রাত জেগে পাহারা