ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জের পাঙ্গাঁসীতে জমি নিয়ে বিরোধ, দখল নিতে পারছেনা সাইদুল আজিজুল

মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার  রায়গঞ্জ উপজেলার ০৮ নং পাঙ্গাঁসী ইউনিয়ন পরিষদ এর অন্তর্গত মিরের দেউলমুড়া মৌজায় সাইদুল মন্ডল ও  আজিজুল মন্ডল  এর সাথে আবদুল হাই, মোঃ জহির, মোঃ মহির, গংয়ের সাথে  দীর্ঘদিন ধরে বাড়ি ও পালানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে ।
জানা যায়, এই জমির উপর মামলা চলমান রয়েছে এবং পর পর দুই বার সাইদুল মন্ডল ও আজিজুল গংদ্বয় আদালত কর্তৃক ডিগ্রি প্রাপ্ত হয়েছে ।
এ বিষয়ে আজিজুল মন্ডল বলেন,  আমাদের এই জমি সংক্রান্ত ঝামেলা অনেক দিন যাবত চলে আসছে, আমরা আবদুল হাই মোঃ জহির, মোঃ মহির, গংদ্বয়ের নিকট থেকে প্রায় ৮০ শতক জমি পাবো । আমাদের এই জমির প্রকৃত মালিক রাবেয়া, তিনি আমার সম্পর্কে চাচী হন । এই বিষয়ে আমরা আদালতে ডিগ্রিও পেয়েছি, এবং এলাকার অনেক গন্যমান্য লোকজন এই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে  অবগত আছেন । উক্ত  জমির সকল কাগজপত্র আমাদের কাছে আছে । এবং সরকারী আইন অনুযায়ী বিধান আছে আসল দলিল যার জমি তার। এই বিরোধময় জমিতে আবদুল হাই ও রাজ্জাক গংদয় ইতিমধ্যে পাকা বাড়ি নির্মাণ করে জায়গা জমি ভোগ দখল করে আসছে ।
সাইদুল মন্ডল ও আজিজুল আরও বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর জরুরী কামনা করছি । আর এ সমস্যার সমাধান না হলে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে মনে করেন এলাকার সচেতন মহল ।
গত ২৯ শে সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে আঃ সালাম চেয়ারম্যান থাকা কালীন সময় ০৮ নং পাঙ্গাঁসী   ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেছিলেন আজিজুল মন্ডল গং।  সেখানে হান্নান, হালিম, হাফিজুল গং উপস্থিত হননি। ফলে ঘটনার সুরাহা হয়নি ।
অন্য দিকে আবদুল হাই ও রাজ্জাক গংদ্বয় বলেন, জমি জমা সংক্রান্ত বিষয়টি সঠিক না ।
এদিকে ০৮ নং পাঙ্গাঁসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ রফিকুল ইসলাম (নান্নু) বলেন, বিষয়টি আমি জানি না, তবে কোন অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রায়গঞ্জের পাঙ্গাঁসীতে জমি নিয়ে বিরোধ, দখল নিতে পারছেনা সাইদুল আজিজুল

আপডেট সময় ০৬:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার  রায়গঞ্জ উপজেলার ০৮ নং পাঙ্গাঁসী ইউনিয়ন পরিষদ এর অন্তর্গত মিরের দেউলমুড়া মৌজায় সাইদুল মন্ডল ও  আজিজুল মন্ডল  এর সাথে আবদুল হাই, মোঃ জহির, মোঃ মহির, গংয়ের সাথে  দীর্ঘদিন ধরে বাড়ি ও পালানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে ।
জানা যায়, এই জমির উপর মামলা চলমান রয়েছে এবং পর পর দুই বার সাইদুল মন্ডল ও আজিজুল গংদ্বয় আদালত কর্তৃক ডিগ্রি প্রাপ্ত হয়েছে ।
এ বিষয়ে আজিজুল মন্ডল বলেন,  আমাদের এই জমি সংক্রান্ত ঝামেলা অনেক দিন যাবত চলে আসছে, আমরা আবদুল হাই মোঃ জহির, মোঃ মহির, গংদ্বয়ের নিকট থেকে প্রায় ৮০ শতক জমি পাবো । আমাদের এই জমির প্রকৃত মালিক রাবেয়া, তিনি আমার সম্পর্কে চাচী হন । এই বিষয়ে আমরা আদালতে ডিগ্রিও পেয়েছি, এবং এলাকার অনেক গন্যমান্য লোকজন এই জমি সংক্রান্ত বিরোধ নিয়ে  অবগত আছেন । উক্ত  জমির সকল কাগজপত্র আমাদের কাছে আছে । এবং সরকারী আইন অনুযায়ী বিধান আছে আসল দলিল যার জমি তার। এই বিরোধময় জমিতে আবদুল হাই ও রাজ্জাক গংদয় ইতিমধ্যে পাকা বাড়ি নির্মাণ করে জায়গা জমি ভোগ দখল করে আসছে ।
সাইদুল মন্ডল ও আজিজুল আরও বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর জরুরী কামনা করছি । আর এ সমস্যার সমাধান না হলে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে মনে করেন এলাকার সচেতন মহল ।
গত ২৯ শে সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে আঃ সালাম চেয়ারম্যান থাকা কালীন সময় ০৮ নং পাঙ্গাঁসী   ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেছিলেন আজিজুল মন্ডল গং।  সেখানে হান্নান, হালিম, হাফিজুল গং উপস্থিত হননি। ফলে ঘটনার সুরাহা হয়নি ।
অন্য দিকে আবদুল হাই ও রাজ্জাক গংদ্বয় বলেন, জমি জমা সংক্রান্ত বিষয়টি সঠিক না ।
এদিকে ০৮ নং পাঙ্গাঁসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ রফিকুল ইসলাম (নান্নু) বলেন, বিষয়টি আমি জানি না, তবে কোন অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ।
আরো পড়ুন : সুদকারীর জীবন অভিশপ্ত জীবন