ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে তীব্র তাপদাহেও কৃষকের মুখে হাসি

মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বর্তমান সময়ে বাহিরের দেশ সৌদি আরবে যেমন তীব্র গরম ও তাপ ও প্রবাহ চলছে ঠিক তেমনি বাংলাদেশে  তীব্র গরম ও তাপপ্রবাহ চলছে, তীব্র গরমে রায়গঞ্জ উপজেলার কৃষকেরা আগাম জাতের ইরি বোরো ধাঁন কাটা শুরু করেছেন। ধাঁনের বাম্পার ফলন ও বাজারে নতুন ধাঁনের দাম নিয়ে খুব খুশি হয়েছেন এ উপজেলার কৃষকরা ।
আবহাওয়া অনুকূলে আর ধাঁনের দাম বাজারে ভালো থাকলে কৃষকেরা অনেক লাভবান হবে বলে আশা করা যায়। শষ্য ভান্ডার খ্যাত রায়গঞ্জে প্রতি বছর বিপুল পরিমাণ ইরি বোরো ধাঁনের চাষ হয়ে থাকে,ধাঁনের ফলনও বেশি ভালো হয়। ভালো আবহাওয়া ও প্রচন্ড রোদ আর গরমে অনেক আগেই ধাঁন পেকেছে । তাই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম–অঞ্চলের মাঠে মাঠে অনেক আগেই ধাঁন কাটার ধুম পড়েছে । বর্তমানে কৃষকেরা  ধাঁন কেটে মারাই করে সিদ্ধ করে শুকিয়ে  ঘরে তুলেছেন । গ্রামাঞ্চলের মাঠে গাছপালা না থাকার কারণে  অতিরিক্ত তাপদাহ ও তীব্র গরমের কারণে ধাঁন কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে । যথা সময়ে রায়গঞ্জ উপজেলা  কৃষি অফিস থেকে কৃষকদের বিনামূল্যে উচ্চ ফলনশীল ধাঁন বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে, এছাড়াও বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে চাষাবাদ সহজ এবং খরচ কমছে।
রায়গন্জ উপজেলার ০৮ নং পাঙ্গাঁসী ইউনিয়নের  কয়েকজন কৃষক বলেন,অন্য বছরের চাইতে এই বছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে ধাঁনের ফলন অনেক বেশি । তীব্র তাপদাহ  ও রোদের গরম এর কারণে ধাঁন কাটার  শ্রমিকরা মাঠে কাজ করতে যাচ্ছে না। অধিকাংশ কৃষক প্রযুক্তির ব্যবহারের সাহায্যে ধাঁন কেটে ঘরে তুলছেন । ঝড় বৃষ্টির আগে পাঁকা ধাঁন ঘরে তোলার চেষ্টা করছেন। উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রণোদনা দেয়াসহ সব রকম পরামর্শ ও সাহায্য করা হচ্ছে। প্রাকৃতিক কোন দুর্য্যেগের কবলে না পড়লে কৃষক অনেক লাববান হবে বলে আশা করা যায়।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রায়গঞ্জে তীব্র তাপদাহেও কৃষকের মুখে হাসি

আপডেট সময় ১২:০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
মোঃ মুনছুর হেলাল, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বর্তমান সময়ে বাহিরের দেশ সৌদি আরবে যেমন তীব্র গরম ও তাপ ও প্রবাহ চলছে ঠিক তেমনি বাংলাদেশে  তীব্র গরম ও তাপপ্রবাহ চলছে, তীব্র গরমে রায়গঞ্জ উপজেলার কৃষকেরা আগাম জাতের ইরি বোরো ধাঁন কাটা শুরু করেছেন। ধাঁনের বাম্পার ফলন ও বাজারে নতুন ধাঁনের দাম নিয়ে খুব খুশি হয়েছেন এ উপজেলার কৃষকরা ।
আবহাওয়া অনুকূলে আর ধাঁনের দাম বাজারে ভালো থাকলে কৃষকেরা অনেক লাভবান হবে বলে আশা করা যায়। শষ্য ভান্ডার খ্যাত রায়গঞ্জে প্রতি বছর বিপুল পরিমাণ ইরি বোরো ধাঁনের চাষ হয়ে থাকে,ধাঁনের ফলনও বেশি ভালো হয়। ভালো আবহাওয়া ও প্রচন্ড রোদ আর গরমে অনেক আগেই ধাঁন পেকেছে । তাই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম–অঞ্চলের মাঠে মাঠে অনেক আগেই ধাঁন কাটার ধুম পড়েছে । বর্তমানে কৃষকেরা  ধাঁন কেটে মারাই করে সিদ্ধ করে শুকিয়ে  ঘরে তুলেছেন । গ্রামাঞ্চলের মাঠে গাছপালা না থাকার কারণে  অতিরিক্ত তাপদাহ ও তীব্র গরমের কারণে ধাঁন কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে । যথা সময়ে রায়গঞ্জ উপজেলা  কৃষি অফিস থেকে কৃষকদের বিনামূল্যে উচ্চ ফলনশীল ধাঁন বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে, এছাড়াও বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে চাষাবাদ সহজ এবং খরচ কমছে।
রায়গন্জ উপজেলার ০৮ নং পাঙ্গাঁসী ইউনিয়নের  কয়েকজন কৃষক বলেন,অন্য বছরের চাইতে এই বছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে ধাঁনের ফলন অনেক বেশি । তীব্র তাপদাহ  ও রোদের গরম এর কারণে ধাঁন কাটার  শ্রমিকরা মাঠে কাজ করতে যাচ্ছে না। অধিকাংশ কৃষক প্রযুক্তির ব্যবহারের সাহায্যে ধাঁন কেটে ঘরে তুলছেন । ঝড় বৃষ্টির আগে পাঁকা ধাঁন ঘরে তোলার চেষ্টা করছেন। উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রণোদনা দেয়াসহ সব রকম পরামর্শ ও সাহায্য করা হচ্ছে। প্রাকৃতিক কোন দুর্য্যেগের কবলে না পড়লে কৃষক অনেক লাববান হবে বলে আশা করা যায়।
আরো পড়ুন : রায়গঞ্জের পাঙ্গাঁসী ভাঙা সেতুতে ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল