ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জকিগঞ্জে বৈরি আবহাওয়ার কারণে পাঁচ কেন্দ্র পরিবর্তন

আবীর আল নাহিয়ান, জকিগঞ্জ, সিলেট
জকিগঞ্জে বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল ৫ জুন, বুধবার অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে সোমবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার  কারণে আগামীকাল ভোট হবে কী না এ নিয়ে জনমনে সংশয় ছিলো। কিন্তু সবকিছু উপেক্ষা করে অবশেষে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার কারণে আজকেই সকল কেন্দ্রে ব্যালেট পেপার সহ যাবতীয় সরঞ্জাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে পৌঁছে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সামনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। তাই ভোট গ্রহণের বিষয়টি নির্দিষ্ট তারিখেই শেষ করার উদ্দেশ্যে কাজ চলছে।”
জকিগঞ্জের ৭৭ টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র পানিবন্দী হওয়ায়  বিকল্প পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানা গেছে। বিকল্প কেন্দ্রগুলো হলো, পুরকায়স্থপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে বারহাল হাটুবিল গাউছিয়া মাদরাসা, নীলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে মাদ্রাসাতুল মদিনা, বালাউটে, গাগলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খলাছড়ার পরিবর্তে বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে ফয়জুল মোহাম্মদীয়া মাদরাসা, জকিগঞ্জ এক্সিলেন্স একাডেমির পরিবর্তে জকিগঞ্জ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পশ্চিম আনন্দপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবারের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জকিগঞ্জে বৈরি আবহাওয়ার কারণে পাঁচ কেন্দ্র পরিবর্তন

আপডেট সময় ০৪:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
আবীর আল নাহিয়ান, জকিগঞ্জ, সিলেট
জকিগঞ্জে বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল ৫ জুন, বুধবার অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে সোমবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার  কারণে আগামীকাল ভোট হবে কী না এ নিয়ে জনমনে সংশয় ছিলো। কিন্তু সবকিছু উপেক্ষা করে অবশেষে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। বন্যা পরিস্থিতি ও আবহাওয়ার কারণে আজকেই সকল কেন্দ্রে ব্যালেট পেপার সহ যাবতীয় সরঞ্জাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে পৌঁছে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সামনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। তাই ভোট গ্রহণের বিষয়টি নির্দিষ্ট তারিখেই শেষ করার উদ্দেশ্যে কাজ চলছে।”
জকিগঞ্জের ৭৭ টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র পানিবন্দী হওয়ায়  বিকল্প পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানা গেছে। বিকল্প কেন্দ্রগুলো হলো, পুরকায়স্থপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে বারহাল হাটুবিল গাউছিয়া মাদরাসা, নীলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে মাদ্রাসাতুল মদিনা, বালাউটে, গাগলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খলাছড়ার পরিবর্তে বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে ফয়জুল মোহাম্মদীয়া মাদরাসা, জকিগঞ্জ এক্সিলেন্স একাডেমির পরিবর্তে জকিগঞ্জ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পশ্চিম আনন্দপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবারের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরো পড়ুন : জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়েই শুরু প্রচারণা