আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যান্য স্থানের মতো সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনেও ভোটেট হাওয়া বইতে শুরু করেছে । দলীয় কর্মী-সমর্থক ও জনসাধারণের কাছে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী নিয়ে আলোচনা চলছে।
তাদের মধ্যে রয়েছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), কানাইঘাটের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), জকিগঞ্জের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, প্রবাসী নেতা জাকির হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শরীফ লস্কর, প্রবাসী নেতা জাহিদ রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের প্রচার সম্পাদক লুৎফা খানম স্বপ্না এবং সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর কন্যা সামিরা তানজিন চৌধুরী।
তৃণমূলের কর্মীরা দলীয় প্রার্থীর হাতে ‘ধানের শীষ’ প্রতীক প্রত্যাশা করছে। এ প্রসঙ্গে কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন বলেন, “এই আসন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধানের শীষের প্রার্থী যেই হবেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকব। দলীয় নির্দেশনা মেনে কাজ করব।”
তৃণমূল নেতারা মনে করছেন মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দলীয় ঐক্যের মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করা সম্ভব হবে।