ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তোশাখানা মামলায় ইমরানের সাজা বাতিল

বুশরা বিবি ও ইমরান খান - ছবি : বিবিসি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা (রাষ্ট্রীয় পুরস্কার বিক্রি) মামলায় দেয়া সাজা বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

সোমবার এ আদেশ দেয়া হয়। এ মামলায় গত জানুয়ারিতে তাদের ১৪ বছরের কারাদণ্ড হয়েছিল।

আগের রায়ে তাদের সরকারি দায়িত্ব পালনে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল এবং প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন রুপি (২.৮ মিলিয়ন ডলার) জরিমানা করেছিল।

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের আরেক মামলায় ইমরানের খানের ১০ বছরের সাজা হওয়ার পরদিন ৩১ জানুয়ারি তাদের বিরুদ্ধে তোষাখানা মামলায় সাজা ঘোষণা করা হয়েছিল।

ইমরান খান গতবছরের আগস্ট থেকে বিভিন্ন অভিযোগে কারাগারে আছেন।

অভিযোগ অনুযায়ী, ইমরান রান প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় তোশাখানা থেকে সৌদী যুবরাজসহ বিদেশী বিশিষ্টজনদের দেয়া বিভিন্ন উপহার কিনে পরে সেগুলো বেশি দামে বাজারে বিক্রি করে দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত করা হয় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান। তার পরে ২০২৩ সালের ৫ অগস্ট তাকে কারাদণ্ড দেন ইসলামাবাদ কোর্ট।

সূত্র : আলজাজিরা, ডন

আরো পড়ুন : গাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তোশাখানা মামলায় ইমরানের সাজা বাতিল

আপডেট সময় ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা (রাষ্ট্রীয় পুরস্কার বিক্রি) মামলায় দেয়া সাজা বাতিল করেছে ইসলামাবাদ হাইকোর্ট।

সোমবার এ আদেশ দেয়া হয়। এ মামলায় গত জানুয়ারিতে তাদের ১৪ বছরের কারাদণ্ড হয়েছিল।

আগের রায়ে তাদের সরকারি দায়িত্ব পালনে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল এবং প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন রুপি (২.৮ মিলিয়ন ডলার) জরিমানা করেছিল।

রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের আরেক মামলায় ইমরানের খানের ১০ বছরের সাজা হওয়ার পরদিন ৩১ জানুয়ারি তাদের বিরুদ্ধে তোষাখানা মামলায় সাজা ঘোষণা করা হয়েছিল।

ইমরান খান গতবছরের আগস্ট থেকে বিভিন্ন অভিযোগে কারাগারে আছেন।

অভিযোগ অনুযায়ী, ইমরান রান প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রীয় তোশাখানা থেকে সৌদী যুবরাজসহ বিদেশী বিশিষ্টজনদের দেয়া বিভিন্ন উপহার কিনে পরে সেগুলো বেশি দামে বাজারে বিক্রি করে দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত করা হয় ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান। তার পরে ২০২৩ সালের ৫ অগস্ট তাকে কারাদণ্ড দেন ইসলামাবাদ কোর্ট।

সূত্র : আলজাজিরা, ডন

আরো পড়ুন : গাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব