ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাড়া চাওয়ায় বিএনপি কর্মীদের হাতে দোকান মালিক খুন, আতঙ্কে মৃতের পরিবার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ট্রাম্পের দূত স্টিভ উইটকফের গাজা সফর রুশ সাবেক প্রেসিডেন্টের মন্তব্যে নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের জুলাই পদযাত্রায় কতটা সাড়া ফেললো এনসিপি? মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক: আমীর খসরু আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ‘বন্ধু’ ভারতের ওপর আবারো চড়াও যুক্তরাষ্ট্র, আরও ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্য বিজয় : প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল ইন্টারপোল এই রেড নোটিশ জারি করে। দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত রেড নোটিশ জারির নির্দেশ দিলে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে আবেদন করে। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়।

বেনজীর আহমেদ বর্তমানে সপরিবারে পলাতক রয়েছেন। তার অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে রেড নোটিশ জারির পর তাকে চিহ্নিত ও দেশে ফিরিয়ে আনার কাজ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইন্টারপোল ইতোমধ্যেই বাংলাদেশ পুলিশকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে, যদিও তা এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১১ জন নেতার বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। ইতোমধ্যে এই বিষয়ে ইন্টারপোলের সঙ্গে তিন ধাপে যোগাযোগ এবং একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে বলে জানা গেছে।

আবেদনের তালিকায় রয়েছেন—শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী), ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), আসাদুজ্জামান খান (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী), আ ক ম মোজাম্মেল হক (সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী), হাছান মাহমুদ (সাবেক পররাষ্ট্রমন্ত্রী), জাহাঙ্গীর কবির নানক (সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী), মহিবুল হাসান চৌধুরী (সাবেক শিক্ষামন্ত্রী), শেখ ফজলে নূর তাপস (সাবেক মেয়র, ডিএসসিসি), তারিক আহমেদ সিদ্দিক (সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা), নসরুল হামিদ (সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী) ও মোহাম্মদ আলী আরাফাত (সাবেক তথ্য প্রতিমন্ত্রী)।

আওয়ামী লীগ সরকারের সময়েই দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা ও গুমের অভিযোগে তদন্ত শুরু করে। অনুসন্ধান চলাকালেই ২০২৩ সালের ৪ মে সপরিবারে দেশ ছাড়েন তিনি। বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক এবং পরে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি লক

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

আপডেট সময় ০৬:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল ইন্টারপোল এই রেড নোটিশ জারি করে। দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত রেড নোটিশ জারির নির্দেশ দিলে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে আবেদন করে। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়।

বেনজীর আহমেদ বর্তমানে সপরিবারে পলাতক রয়েছেন। তার অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে রেড নোটিশ জারির পর তাকে চিহ্নিত ও দেশে ফিরিয়ে আনার কাজ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইন্টারপোল ইতোমধ্যেই বাংলাদেশ পুলিশকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে, যদিও তা এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১১ জন নেতার বিরুদ্ধেও রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। ইতোমধ্যে এই বিষয়ে ইন্টারপোলের সঙ্গে তিন ধাপে যোগাযোগ এবং একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে বলে জানা গেছে।

আবেদনের তালিকায় রয়েছেন—শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী), ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), আসাদুজ্জামান খান (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী), আ ক ম মোজাম্মেল হক (সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী), হাছান মাহমুদ (সাবেক পররাষ্ট্রমন্ত্রী), জাহাঙ্গীর কবির নানক (সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী), মহিবুল হাসান চৌধুরী (সাবেক শিক্ষামন্ত্রী), শেখ ফজলে নূর তাপস (সাবেক মেয়র, ডিএসসিসি), তারিক আহমেদ সিদ্দিক (সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা), নসরুল হামিদ (সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী) ও মোহাম্মদ আলী আরাফাত (সাবেক তথ্য প্রতিমন্ত্রী)।

আওয়ামী লীগ সরকারের সময়েই দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা ও গুমের অভিযোগে তদন্ত শুরু করে। অনুসন্ধান চলাকালেই ২০২৩ সালের ৪ মে সপরিবারে দেশ ছাড়েন তিনি। বেনজীর আহমেদ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক এবং পরে ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

শেখ হাসিনাসহ পরিবারের ১০ জনের এনআইডি লক