ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাড়া চাওয়ায় বিএনপি কর্মীদের হাতে দোকান মালিক খুন, আতঙ্কে মৃতের পরিবার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ট্রাম্পের দূত স্টিভ উইটকফের গাজা সফর রুশ সাবেক প্রেসিডেন্টের মন্তব্যে নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের জুলাই পদযাত্রায় কতটা সাড়া ফেললো এনসিপি? মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক: আমীর খসরু আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ‘বন্ধু’ ভারতের ওপর আবারো চড়াও যুক্তরাষ্ট্র, আরও ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্য বিজয় : প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

নারীর চোখে যারা সুদর্শন পুরুষ

লম্বা, পেটানো শরীরের অধিকারী পুরুষকে গুড লুকিং, অর্থাৎ সুদর্শন পুরুষ বলে বিবেচনা করা হয়। এই ধরনের পুরুষ আশেপাশের মানুষের কাছে সহজেই পছন্দনীয় হয়ে ওঠে। তবে আমাদের দেশে সুদর্শন কথাটি বার বার বিতর্কিত হয়েছে।

টেকনো স্পোর্টসের জরিপ অনুযায়ী ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হলেন বিটিএসের ভি। অনেকে আবার তাকে যথেষ্ট সুপুরুষ চেহারার মনে করেন না! তবে নারীরা সুদর্শন মানে কেবল সুন্দর চেহারাকে বোঝান না। ব্যক্তিত্ব, স্বাস্থ্য, দায়িত্বশীলতা, পোশাকের রুচি, মার্জিত আচরণ সব কিছুই তার সুদর্শন হওয়ার অংশ হিসেবে বিবেচনা করেন। অর্থাৎ বাহ্যিক ও মানসিক দুই সৌন্দর্যের সমন্বয়েই একজন পুরুষ নারীর চোখে সুদর্শন হয়ে ওঠেন।

আসুন জেনে নেওয়া যাক পুরুষের কোন বৈশিষ্ট্যগুলো নারীর কাছে সুদর্শন করে তোলে-

নারীর চোখে সুদর্শন পুরুষ আসলে কেমন

১. পোশাকে সামঞ্জস্যতা
নিজের বয়স ও শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরেন যে পুরুষ ও নিজেকে পরিপাটি রাখেন, নারীদের চোখে তারাই সুদর্শন। পুরুষদের পোশাকের বৈচিত্র্যে তাদের ব্যক্তিত্ব দারুণভাবে ফুটে ওঠে। নারীরা সব সময়েই ছেলেদের ফ্যাশন সেন্স খেয়াল করে। সেটা ফর্ম্যাল আউটফিট হোক আবার, ক্যাজুয়াল আউটফিট হোক। তাই পুরুষের পোশাকের দিকে খেয়াল রাখা জরুরি।

২. পরিষ্কার -পরিচ্ছন্নতা
পুরুষের পরিষ্কার উজ্জ্বল ত্বক নারীকে আকর্ষণ করে। আমাদের দেশে পুরুষদের ত্বকের ব্যাপারে সচেতন নয়। কিন্তু পরিষ্কার ত্বক পুরুষকে সুর্দশন করে। এছাড়া মুখ অনুযায়ী মানানসই হেয়ারকাট পুরুষের ব্যক্তিত্বে নিয়ে আসে এক গাম্ভীর্য। অনেকের মতে, পুরুষদের সৌন্দর্য নিয়ে সামাজিক সচেতনতা বাড়ছে, এটি একটি ইতিবাচক দিক। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, একজন সুদর্শন পুরুষ মানেই একজন পরিপূর্ণ মানুষ—যিনি নিজের যত্ন নেন।

৩. আচরণ ও ব্যক্তিত্ব
শুধু বাহ্যিক বিষয় নয়, আচরণ এবং আত্মবিশ্বাস একজন পুরুষকে সত্যিকার অর্থে সুদর্শন করে তোলে। পুরুষের ব্যক্তিত্বের প্রতি নারী সব থেকে বেশি আকর্ষণ বোধ করেন। যে পুরুষ নারীকে নিরাপত্তা দিতে পারে, নারীর চোখে তারাই সুদর্শন। এছাড়া ভদ্র ব্যবহার, হাস্যোজ্জ্বল চেহারা একজন পুরুষকে আলাদা করে তোলে। আর এই ধরনের পুরুষেরা নারীকে আকর্ষণ করেন।

৪. আত্মবিশ্বাসী পুরুষ
আত্মবিশ্বাসী পুরুষকে নারীরা পছন্দ করেন। যে পুরুষ অল্প কথায় নিজের অবস্থান স্পষ্ট করেন ও সিদ্ধান্তে দৃঢ় থাকেন — নারীদের কাছে তারাই হয়ে ওঠেন আলাদা। বিশেষজ্ঞদের মতে, একজন পুরুষের আত্মবিশ্বাস তাকে সুদর্শন করে তোলে। এ ধরনের পুরুষ যথেষ্ট দায়িত্ববান হয়ে থাকেন। নারীরা আত্মবিশ্বাসী পুরুষের মধ্যে খুঁজে পান ভরসা। তাই তাদেরকে নারীরা সুদর্শন মনে করেন।

৫. লক্ষ্যে অটল থাকা
নারীরা কঠোর পরিশ্রমী ও ক্যারিয়ার সচেতন পুরুষকেই সুদর্শন মনে করেন। এমন পুরুষেরা জীবনে অনেক উন্নতি করেন,পাশাপাশি তারা নিজেদের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেন।

৬. কথাবার্তার ধরন
নারীকে আকর্ষণের প্রশ্নে পুরুষের কথাবার্তা বিশেষ ভূমিকা পালন করতে পারে। নারীরা রসাত্মক কথা খুব পছন্দ করেন। পুরুষ মানেই সব সময় গম্ভীর হয়ে থাকবে, এই ধারনা থাকা ঠিক নয়। নারীরা মিশুক, প্রাণোচ্ছ্বল পুরুষকে বেশি পছন্দ করে। বুদ্ধিদীপ্ত রসবোধ নারীকে সহজেই আকৃষ্ট করে।

৭. ভিনদেশি পার্থক্য
অদ্ভুত একটি বিষয় হলো — ভিন্ন চেহারা, চেতনা, চিন্তাধারা ও সংস্কৃতির পুরুষকে নারীরা সুর্দশন মনে করেন। ভিন্ন দেশীয় পুরুষের আচরণের সঙ্গে আশপাশের কোনো পুরুষের আচরণ মেলে না। এমন রহস্যময় ব্যক্তিত্বের পুরুষকে নারীরা জানতে ও বুঝতে চান। তাই সব জাতি, গোত্র, দেশের নারীদের কাছে ভিনদেশি পুরুষরা এক অদ্ভুত আকর্ষণের পাত্র।

সূত্র: মিডিয়াম, টাইমস অব ইন্ডিয়া

চোখ ভালোর রাখার উপায়

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নারীর চোখে যারা সুদর্শন পুরুষ

আপডেট সময় ১১:২৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

লম্বা, পেটানো শরীরের অধিকারী পুরুষকে গুড লুকিং, অর্থাৎ সুদর্শন পুরুষ বলে বিবেচনা করা হয়। এই ধরনের পুরুষ আশেপাশের মানুষের কাছে সহজেই পছন্দনীয় হয়ে ওঠে। তবে আমাদের দেশে সুদর্শন কথাটি বার বার বিতর্কিত হয়েছে।

টেকনো স্পোর্টসের জরিপ অনুযায়ী ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হলেন বিটিএসের ভি। অনেকে আবার তাকে যথেষ্ট সুপুরুষ চেহারার মনে করেন না! তবে নারীরা সুদর্শন মানে কেবল সুন্দর চেহারাকে বোঝান না। ব্যক্তিত্ব, স্বাস্থ্য, দায়িত্বশীলতা, পোশাকের রুচি, মার্জিত আচরণ সব কিছুই তার সুদর্শন হওয়ার অংশ হিসেবে বিবেচনা করেন। অর্থাৎ বাহ্যিক ও মানসিক দুই সৌন্দর্যের সমন্বয়েই একজন পুরুষ নারীর চোখে সুদর্শন হয়ে ওঠেন।

আসুন জেনে নেওয়া যাক পুরুষের কোন বৈশিষ্ট্যগুলো নারীর কাছে সুদর্শন করে তোলে-

নারীর চোখে সুদর্শন পুরুষ আসলে কেমন

১. পোশাকে সামঞ্জস্যতা
নিজের বয়স ও শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরেন যে পুরুষ ও নিজেকে পরিপাটি রাখেন, নারীদের চোখে তারাই সুদর্শন। পুরুষদের পোশাকের বৈচিত্র্যে তাদের ব্যক্তিত্ব দারুণভাবে ফুটে ওঠে। নারীরা সব সময়েই ছেলেদের ফ্যাশন সেন্স খেয়াল করে। সেটা ফর্ম্যাল আউটফিট হোক আবার, ক্যাজুয়াল আউটফিট হোক। তাই পুরুষের পোশাকের দিকে খেয়াল রাখা জরুরি।

২. পরিষ্কার -পরিচ্ছন্নতা
পুরুষের পরিষ্কার উজ্জ্বল ত্বক নারীকে আকর্ষণ করে। আমাদের দেশে পুরুষদের ত্বকের ব্যাপারে সচেতন নয়। কিন্তু পরিষ্কার ত্বক পুরুষকে সুর্দশন করে। এছাড়া মুখ অনুযায়ী মানানসই হেয়ারকাট পুরুষের ব্যক্তিত্বে নিয়ে আসে এক গাম্ভীর্য। অনেকের মতে, পুরুষদের সৌন্দর্য নিয়ে সামাজিক সচেতনতা বাড়ছে, এটি একটি ইতিবাচক দিক। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, একজন সুদর্শন পুরুষ মানেই একজন পরিপূর্ণ মানুষ—যিনি নিজের যত্ন নেন।

৩. আচরণ ও ব্যক্তিত্ব
শুধু বাহ্যিক বিষয় নয়, আচরণ এবং আত্মবিশ্বাস একজন পুরুষকে সত্যিকার অর্থে সুদর্শন করে তোলে। পুরুষের ব্যক্তিত্বের প্রতি নারী সব থেকে বেশি আকর্ষণ বোধ করেন। যে পুরুষ নারীকে নিরাপত্তা দিতে পারে, নারীর চোখে তারাই সুদর্শন। এছাড়া ভদ্র ব্যবহার, হাস্যোজ্জ্বল চেহারা একজন পুরুষকে আলাদা করে তোলে। আর এই ধরনের পুরুষেরা নারীকে আকর্ষণ করেন।

৪. আত্মবিশ্বাসী পুরুষ
আত্মবিশ্বাসী পুরুষকে নারীরা পছন্দ করেন। যে পুরুষ অল্প কথায় নিজের অবস্থান স্পষ্ট করেন ও সিদ্ধান্তে দৃঢ় থাকেন — নারীদের কাছে তারাই হয়ে ওঠেন আলাদা। বিশেষজ্ঞদের মতে, একজন পুরুষের আত্মবিশ্বাস তাকে সুদর্শন করে তোলে। এ ধরনের পুরুষ যথেষ্ট দায়িত্ববান হয়ে থাকেন। নারীরা আত্মবিশ্বাসী পুরুষের মধ্যে খুঁজে পান ভরসা। তাই তাদেরকে নারীরা সুদর্শন মনে করেন।

৫. লক্ষ্যে অটল থাকা
নারীরা কঠোর পরিশ্রমী ও ক্যারিয়ার সচেতন পুরুষকেই সুদর্শন মনে করেন। এমন পুরুষেরা জীবনে অনেক উন্নতি করেন,পাশাপাশি তারা নিজেদের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেন।

৬. কথাবার্তার ধরন
নারীকে আকর্ষণের প্রশ্নে পুরুষের কথাবার্তা বিশেষ ভূমিকা পালন করতে পারে। নারীরা রসাত্মক কথা খুব পছন্দ করেন। পুরুষ মানেই সব সময় গম্ভীর হয়ে থাকবে, এই ধারনা থাকা ঠিক নয়। নারীরা মিশুক, প্রাণোচ্ছ্বল পুরুষকে বেশি পছন্দ করে। বুদ্ধিদীপ্ত রসবোধ নারীকে সহজেই আকৃষ্ট করে।

৭. ভিনদেশি পার্থক্য
অদ্ভুত একটি বিষয় হলো — ভিন্ন চেহারা, চেতনা, চিন্তাধারা ও সংস্কৃতির পুরুষকে নারীরা সুর্দশন মনে করেন। ভিন্ন দেশীয় পুরুষের আচরণের সঙ্গে আশপাশের কোনো পুরুষের আচরণ মেলে না। এমন রহস্যময় ব্যক্তিত্বের পুরুষকে নারীরা জানতে ও বুঝতে চান। তাই সব জাতি, গোত্র, দেশের নারীদের কাছে ভিনদেশি পুরুষরা এক অদ্ভুত আকর্ষণের পাত্র।

সূত্র: মিডিয়াম, টাইমস অব ইন্ডিয়া

চোখ ভালোর রাখার উপায়