ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ঐতিহাসিক ৩৬ জুলাই উপলক্ষে সদর থানা বিএনপির বিশাল শোভাযাত্রা

পঞ্চগড়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ‘৩৬ জুলাই’ উপলক্ষে সদর উপজেলা বিএনপির ডাকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।  মঙ্গলবার(৫ জুলাই)  বিকেলে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেয় প্রায় দুই হাজারেরও বেশি মোটরসাইকেল।

শোভাযাত্রাটি ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রদক্ষিণ শেষে সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু।এর আগে প্রতিটি ইউনিয়ন থেকে মোটরসাইকেল বহর আর  স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পঞ্চগড়ের মাটি।নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুজ্জামান বিপ্লবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।

বক্তারা বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমরা শহীদদের স্মরণ করি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শপথ গ্রহণ করি।

শোভাযাত্রা চলাকালে পঞ্চগড় শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো মোটরসাইকেল, জাতীয় পতাকা, ব্যানার ও শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। এতে বিএনপির কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও নানা কৌতূহল নিয়ে অংশ নেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচনকে স্বাগত জানাল বিএনপি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পঞ্চগড়ে ঐতিহাসিক ৩৬ জুলাই উপলক্ষে সদর থানা বিএনপির বিশাল শোভাযাত্রা

আপডেট সময় ০৯:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

পঞ্চগড়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ‘৩৬ জুলাই’ উপলক্ষে সদর উপজেলা বিএনপির ডাকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।  মঙ্গলবার(৫ জুলাই)  বিকেলে সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেয় প্রায় দুই হাজারেরও বেশি মোটরসাইকেল।

শোভাযাত্রাটি ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রদক্ষিণ শেষে সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু।এর আগে প্রতিটি ইউনিয়ন থেকে মোটরসাইকেল বহর আর  স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পঞ্চগড়ের মাটি।নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুজ্জামান বিপ্লবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।

বক্তারা বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমরা শহীদদের স্মরণ করি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শপথ গ্রহণ করি।

শোভাযাত্রা চলাকালে পঞ্চগড় শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাজারো মোটরসাইকেল, জাতীয় পতাকা, ব্যানার ও শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। এতে বিএনপির কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও নানা কৌতূহল নিয়ে অংশ নেন।