গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
শনিবার (৯’আগস্ট) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহের এলাহী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি বিষ্ণু পদ রায়, দৈনিক কালবেলা প্রতিনিধি বাদল হোসেন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি দুলাল সরকার, দৈনিক নওরোজ প্রতিনিধি ফজলুল কবির ফকির, দৈনিক খবর পত্র প্রতিনিধি মুনসুর আহমেদ সহ আরো অনেকে।