ডেঙ্গুতে নাকাল পুরো দেশ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে শতাধিক মানুষের মৃত্যু হলো। এই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪৮ জন। এতে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।
আজ রোববার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৬৮ জন ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন, যাদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪২ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৮৩ জন, যার মধ্যে ১৪ হাজার ২০৩ জন পুরুষ ও ৯ হাজার ৯৮০ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।