জুলাই আন্দোলনে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদনের শুনানিতে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এই ঘটনা ঘটে।
হট্টগোলের কারণে আদালত জামিন আবেদনের শুনানি স্থগিত করে আগামী ১৭ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেছেন। খায়রুল হকের পক্ষে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও জেড আই খান পান্নাসহ অন্যরা অংশ নেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে হত্যা মামলা ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে ফতুল্লা থানায় দায়ের করা মামলায় ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেওয়াসহ জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার আরেকটি মামলায় তার সাতদিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছিল।
আবদুল কাইয়ুম আহাদের বাবা আলাউদ্দিন গত ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়।