ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে বৃষ্টি (১২) ও সাদিয়া(১০) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মড়ল পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত বৃষ্টি ওই এলাকার স্কুল শিক্ষক চয়নুল আলমের মেয়ে এবং সাদিয়া একই এলাকার আটোভ্যান চালক শাহিনুরের মেয়ে। তারা দুজনেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে দুই বান্ধবী সাদিয়া ও বৃষ্টি সহ কয়েকজন শিশু মিলে একসাথে চয়নুলের বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সকলেই পুকুরপাড়ে এসে কাপড় পড়তে থাকলে সাদিয়া ও বৃষ্টি আবারও গোসলে নামে। পরে পানিতে ডুব দিলে তারা পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ পর আর উঠতে না দেখে অন্য শিশুরা চিৎকার করে পরিবারের লোকজনকে ডাকে। এসময় স্থানীয়সহ পরিবারের লোকজন দ্রুত এসে পুকুরে নেমে খুঁজাখুঁজি শুরু করে। খুঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানা সূত্রে জানা গেছে, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ না আসার কারণে থানায় জিডি করা হয়নি।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে বৃষ্টি (১২) ও সাদিয়া(১০) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মড়ল পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত বৃষ্টি ওই এলাকার স্কুল শিক্ষক চয়নুল আলমের মেয়ে এবং সাদিয়া একই এলাকার আটোভ্যান চালক শাহিনুরের মেয়ে। তারা দুজনেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার দুপুরে দুই বান্ধবী সাদিয়া ও বৃষ্টি সহ কয়েকজন শিশু মিলে একসাথে চয়নুলের বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সকলেই পুকুরপাড়ে এসে কাপড় পড়তে থাকলে সাদিয়া ও বৃষ্টি আবারও গোসলে নামে। পরে পানিতে ডুব দিলে তারা পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ পর আর উঠতে না দেখে অন্য শিশুরা চিৎকার করে পরিবারের লোকজনকে ডাকে। এসময় স্থানীয়সহ পরিবারের লোকজন দ্রুত এসে পুকুরে নেমে খুঁজাখুঁজি শুরু করে। খুঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানা সূত্রে জানা গেছে, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ না আসার কারণে থানায় জিডি করা হয়নি।