ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাড়া চাওয়ায় বিএনপি কর্মীদের হাতে দোকান মালিক খুন, আতঙ্কে মৃতের পরিবার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ট্রাম্পের দূত স্টিভ উইটকফের গাজা সফর রুশ সাবেক প্রেসিডেন্টের মন্তব্যে নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের জুলাই পদযাত্রায় কতটা সাড়া ফেললো এনসিপি? মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক: আমীর খসরু আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ‘বন্ধু’ ভারতের ওপর আবারো চড়াও যুক্তরাষ্ট্র, আরও ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্য বিজয় : প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

কান্নাজড়িত কন্ঠে বাবার হত্যার বিচার চাইলেন আজিম কন্যা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, ‘আমি স্বচক্ষে দেখতে চাই, আমাকে কারা এতিম করল? কেন করল? আমি তাদের প্রকাশ্যে বিচার চাই।’ আজ বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন।

মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আমার সঙ্গে সর্বশেষ বাবার ভিডিও কলে কথা হয়। তিনি বলেছিলেন, আম্মু আমি ভারতে যাচ্ছি। দুই-একদিনে চলে আসব। তোমার দাঁতের যত্ন নিও। তোমার দাঁতে সমস্যা। আমি ইন্ডিয়া থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি থাকো, আমি আসতেছি। এ কথা বলে গেছে। এরপরে আর কথা হয়নি।’

মুমতারিন ফেরদৌস আরও বলেন, ‘আমি এখনই কাউকে সন্দেহ করছি না। তবে কারা আমি দেখতে চাই। এরপর আমি বলব। যাদেরকে ধরা হয়েছে এবং যাদের ধরার পরিকল্পনা হচ্ছে, তাদেরকে ধরতেও আমি সহযোগিতা চাচ্ছি। তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বের হয়ে আসবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আটকদের আমি চিনি না। কিন্তু আমি চিনতে চাই। হারুন স্যারকে (ডিবি প্রধান) আমি বলে এসেছি, আপনি আইডেন্টিফাই (শনাক্ত) করেন। আমাকে চেনান তারা কারা? আমি তাদের চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। কারা আমাকে এভাবে এতিম করে দিল?’

এমপি আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ আপনারা সহযোগিতা করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতো, তিনি আমার মায়ের মতো আমি তার দৃষ্টি আকর্ষণ করছি।’

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২২ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার ও ডিবি প্রধান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : এমপি আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কান্নাজড়িত কন্ঠে বাবার হত্যার বিচার চাইলেন আজিম কন্যা

আপডেট সময় ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, ‘আমি স্বচক্ষে দেখতে চাই, আমাকে কারা এতিম করল? কেন করল? আমি তাদের প্রকাশ্যে বিচার চাই।’ আজ বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন।

মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আমার সঙ্গে সর্বশেষ বাবার ভিডিও কলে কথা হয়। তিনি বলেছিলেন, আম্মু আমি ভারতে যাচ্ছি। দুই-একদিনে চলে আসব। তোমার দাঁতের যত্ন নিও। তোমার দাঁতে সমস্যা। আমি ইন্ডিয়া থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি থাকো, আমি আসতেছি। এ কথা বলে গেছে। এরপরে আর কথা হয়নি।’

মুমতারিন ফেরদৌস আরও বলেন, ‘আমি এখনই কাউকে সন্দেহ করছি না। তবে কারা আমি দেখতে চাই। এরপর আমি বলব। যাদেরকে ধরা হয়েছে এবং যাদের ধরার পরিকল্পনা হচ্ছে, তাদেরকে ধরতেও আমি সহযোগিতা চাচ্ছি। তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বের হয়ে আসবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আটকদের আমি চিনি না। কিন্তু আমি চিনতে চাই। হারুন স্যারকে (ডিবি প্রধান) আমি বলে এসেছি, আপনি আইডেন্টিফাই (শনাক্ত) করেন। আমাকে চেনান তারা কারা? আমি তাদের চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। কারা আমাকে এভাবে এতিম করে দিল?’

এমপি আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ আপনারা সহযোগিতা করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতো, তিনি আমার মায়ের মতো আমি তার দৃষ্টি আকর্ষণ করছি।’

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২২ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার ও ডিবি প্রধান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : এমপি আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী