ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাড়া চাওয়ায় বিএনপি কর্মীদের হাতে দোকান মালিক খুন, আতঙ্কে মৃতের পরিবার মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ট্রাম্পের দূত স্টিভ উইটকফের গাজা সফর রুশ সাবেক প্রেসিডেন্টের মন্তব্যে নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের জুলাই পদযাত্রায় কতটা সাড়া ফেললো এনসিপি? মার্কিন শুল্কের হার কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক: আমীর খসরু আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন ‘বন্ধু’ ভারতের ওপর আবারো চড়াও যুক্তরাষ্ট্র, আরও ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি উল্লেখযোগ্য বিজয় : প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

জবির কোটা সংস্কারপন্থিদের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধের ঘটনায় উত্তপ্ত রায় সাহেব বাজার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। একইসঙ্গে ওই এলাকায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শোনা গেছে ককটেল বিষ্ফোরণের শব্দ। চলেছে গুলি। এতে আতঙ্কে আছেন এলাকাবাসী। আইনজীবী, বিচারক ও বিচারপ্রার্থীরাও ঢাকা মহানগর ও দায়রা জজ আদালত থেকে বের হতে পারছেন না। যদিও ওই এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৬ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। তখনই বাধে সংঘর্ষ। মুহূর্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশে। শুরু হয় ভাঙচুর। তবে, কারা এই ভাঙচুর চালিয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ছাত্রলীগের কর্মীরাই কোটা সংস্কারপন্থিদের বাধা দেওয়া, মারধরের পাশাপাশি এই ভাঙচুর চালিয়েছেন। আবার অনেকের দাবি, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করেছেন।

পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার শিক্ষার্থী আহতের তথ্য মিলেছে। প্রত্যক্ষদর্শী আন্দোলনকারীদের অভিযোগ, পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ গুলি বর্ষণ করেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, ১৭ ব্যাচের অন্তু, ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিকসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি জোনের এএসপি নজরুল গণমাধ্যমে বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকে মিছিল করতে দেখেছি। অন্য গ্রুপ দেখিনি।

আরো  পড়ুন : চট্টগ্রামে কোটা সংস্কারপন্থিদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, নিহত ২

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জবির কোটা সংস্কারপন্থিদের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধের ঘটনায় উত্তপ্ত রায় সাহেব বাজার

আপডেট সময় ০৬:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। একইসঙ্গে ওই এলাকায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শোনা গেছে ককটেল বিষ্ফোরণের শব্দ। চলেছে গুলি। এতে আতঙ্কে আছেন এলাকাবাসী। আইনজীবী, বিচারক ও বিচারপ্রার্থীরাও ঢাকা মহানগর ও দায়রা জজ আদালত থেকে বের হতে পারছেন না। যদিও ওই এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৬ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। তখনই বাধে সংঘর্ষ। মুহূর্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশে। শুরু হয় ভাঙচুর। তবে, কারা এই ভাঙচুর চালিয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ছাত্রলীগের কর্মীরাই কোটা সংস্কারপন্থিদের বাধা দেওয়া, মারধরের পাশাপাশি এই ভাঙচুর চালিয়েছেন। আবার অনেকের দাবি, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করেছেন।

পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার শিক্ষার্থী আহতের তথ্য মিলেছে। প্রত্যক্ষদর্শী আন্দোলনকারীদের অভিযোগ, পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ গুলি বর্ষণ করেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, ১৭ ব্যাচের অন্তু, ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিকসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি জোনের এএসপি নজরুল গণমাধ্যমে বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকে মিছিল করতে দেখেছি। অন্য গ্রুপ দেখিনি।

আরো  পড়ুন : চট্টগ্রামে কোটা সংস্কারপন্থিদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, নিহত ২