ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সৎ-নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার : প্রধান উপদেষ্টা পূজামণ্ডপে ব্যাগ-থলে-পোটলা প্রবেশে বিরত থাকতে বলেছে পুলিশ শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, দুই ভাইয়ের লাশ উদ্ধার তারেক রহমানের মামলার ভবিষ্যত :বিএনপির আইন সম্পাদক ইরানে পাল্টা হামলা চালাবে ইসরায়েল : নেতানিয়াহু ঝুলে আছে বেসরকারি খাতে ১০ গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দরপত্র আহ্বান দাম্পত্য ভাঙনের পথে,ঐশ্বরিয়ার ডায়েরির পাতায় কী লেখা সেখানে? সংসদের মেয়াদ চার বছর ও দ্বি কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব গণঅধিকার পরিষদের  গ্রেপ্তার আতঙ্ক আ.লীগ নেতা-কর্মীদের পাকিস্তানে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২

গণিতের সহজ সমাধানের অ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
স্মার্টফোনে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছবি এডিট, নোটবুক, ব্যাংকিং অ্যাপ। যখন যে অ্যাপ দরকার তখন সেটাই গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারছেন। যারা গণিতে খুব আগ্রহী কিংবা নন। সবার জন্যই একটি কাজের অ্যাপ হতে পারে ফোটেম্যাথ।

বুঝতে পারলে অঙ্ক হয়ে ওঠে মজার বিষয়। কিন্তু অধিকাংশের কাছেই তা ভয়ের কারণ হয়ে ওঠে। ক্লাস যত উঁচু হয়, এই ভীতি তত চেপে বসে। তাই চাইলে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখতে পারেন। এই অ্যাপের মাধ্যমে গণিতের বিভিন্ন শাখার সমস্যা নিমেষে সমাধান করা যায়।

বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, ক্যাসকুলাসের মতো জটিল অঙ্কের সমাধান করে এই অ্যাপ। কীভাবে অঙ্কটি সমাধান করতে হবে, তাও দেখিয়ে দেয় অ্যাপটি। ২০১৪ সালে প্রথম এসেছিল অ্যাপটি। কিন্তু তা তেমন জনপ্রিয় ছিল না। গুগল ২০২৩ সালের মার্চ মাসে অফিসিয়ালি অধিগ্রহণ করে। তার পর প্লে স্টোরে অন্তর্ভুক্ত হয় এই অ্যাপ।

এরপর থেকেই অ্যাপটির কদর ছড়িয়েছে বিশ্বের সর্বত্র। এরই মধ্যে ১০ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। প্লে স্টোরে রেটিংও যথেষ্ট ভালো।

গুগল প্লে স্টোরে গিয়ে ফোটোম্যাথ সার্চ করলেই আসবে অ্যাপটি। তারপর তা ডাউনলোড করে নিন। এরপর অঙ্কের ছবি তুলে দিলে তার সমাধান করে দেবে।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
অঙ্কের কোনো সমস্যা ম্যানুয়ালি টাইপও করতে পারেন আপনি। অঙ্কের বিভিন্ন সমীকরণ লেখার জন্য ইন-বিল্ড ম্যাথস কিবোর্ড রয়েছে এই অ্যাপে।

সূত্র: গ্যাজেটস নাও

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সৎ-নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার : প্রধান উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণিতের সহজ সমাধানের অ্যাপ

আপডেট সময় ১০:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক
স্মার্টফোনে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছবি এডিট, নোটবুক, ব্যাংকিং অ্যাপ। যখন যে অ্যাপ দরকার তখন সেটাই গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারছেন। যারা গণিতে খুব আগ্রহী কিংবা নন। সবার জন্যই একটি কাজের অ্যাপ হতে পারে ফোটেম্যাথ।

বুঝতে পারলে অঙ্ক হয়ে ওঠে মজার বিষয়। কিন্তু অধিকাংশের কাছেই তা ভয়ের কারণ হয়ে ওঠে। ক্লাস যত উঁচু হয়, এই ভীতি তত চেপে বসে। তাই চাইলে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখতে পারেন। এই অ্যাপের মাধ্যমে গণিতের বিভিন্ন শাখার সমস্যা নিমেষে সমাধান করা যায়।

বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, ক্যাসকুলাসের মতো জটিল অঙ্কের সমাধান করে এই অ্যাপ। কীভাবে অঙ্কটি সমাধান করতে হবে, তাও দেখিয়ে দেয় অ্যাপটি। ২০১৪ সালে প্রথম এসেছিল অ্যাপটি। কিন্তু তা তেমন জনপ্রিয় ছিল না। গুগল ২০২৩ সালের মার্চ মাসে অফিসিয়ালি অধিগ্রহণ করে। তার পর প্লে স্টোরে অন্তর্ভুক্ত হয় এই অ্যাপ।

এরপর থেকেই অ্যাপটির কদর ছড়িয়েছে বিশ্বের সর্বত্র। এরই মধ্যে ১০ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। প্লে স্টোরে রেটিংও যথেষ্ট ভালো।

গুগল প্লে স্টোরে গিয়ে ফোটোম্যাথ সার্চ করলেই আসবে অ্যাপটি। তারপর তা ডাউনলোড করে নিন। এরপর অঙ্কের ছবি তুলে দিলে তার সমাধান করে দেবে।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
অঙ্কের কোনো সমস্যা ম্যানুয়ালি টাইপও করতে পারেন আপনি। অঙ্কের বিভিন্ন সমীকরণ লেখার জন্য ইন-বিল্ড ম্যাথস কিবোর্ড রয়েছে এই অ্যাপে।

সূত্র: গ্যাজেটস নাও