ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আনসারের ছদ্মবেশে শিক্ষার্থীদের উপর হামলা : আইন উপদেষ্টা

চাকরি জাতীয়করণের দাবিতে আনসার বাহিনীর সদস্যদের আন্দোলন বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যারা এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে নস্যাৎ করতে চাইবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার দুপুরে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা। সেখানে তারা তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

পরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরাতো প্রচলিত আইনে ব্যবস্থা নেব। এছাড়া ছাত্র সমাজ জাগ্রত আছে।”

তিনি আরো বলেন, আনসারের ছদ্মবেশে রোববার হামলা করা হয় শিক্ষার্থীদের উপর।

রোববার রাতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ এখন বিপদমুক্ত। মাথায় আঘাত থাকার কারণে অজ্ঞান হয়ে গেছেন তিনি। এখন মোটামুটি ভালো আছেন, কেবিনে শিফট করা হয়েছে তাকে। অতিরিক্ত ভিড় এড়াতে দুপুরের পর হাসনাতকে সিএমএইচে পাঠানো হয়েছে।

তবে পাঁচজনের মধ্যে দুইজনের অস্ত্রোপচার লাগবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আরো পড়ুন : হাসানুল হক ইনু গ্রেপ্তার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আনসারের ছদ্মবেশে শিক্ষার্থীদের উপর হামলা : আইন উপদেষ্টা

আপডেট সময় ০৯:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

চাকরি জাতীয়করণের দাবিতে আনসার বাহিনীর সদস্যদের আন্দোলন বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যারা এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে নস্যাৎ করতে চাইবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার দুপুরে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা। সেখানে তারা তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

পরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরাতো প্রচলিত আইনে ব্যবস্থা নেব। এছাড়া ছাত্র সমাজ জাগ্রত আছে।”

তিনি আরো বলেন, আনসারের ছদ্মবেশে রোববার হামলা করা হয় শিক্ষার্থীদের উপর।

রোববার রাতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ এখন বিপদমুক্ত। মাথায় আঘাত থাকার কারণে অজ্ঞান হয়ে গেছেন তিনি। এখন মোটামুটি ভালো আছেন, কেবিনে শিফট করা হয়েছে তাকে। অতিরিক্ত ভিড় এড়াতে দুপুরের পর হাসনাতকে সিএমএইচে পাঠানো হয়েছে।

তবে পাঁচজনের মধ্যে দুইজনের অস্ত্রোপচার লাগবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আরো পড়ুন : হাসানুল হক ইনু গ্রেপ্তার