ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির, ইতিবাচক প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে তারা দ্রুত নির্বাচনের জন্য কমিশন গঠনের কথা বলেছেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন হচ্ছে তাদের ‘এক নম্বর প্রায়োরটি’।

আজ শনিবার (৫ অক্টোবর) যমুনায় বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাবেক সরকার এনআইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু, এটা আমরা সেই এনআইডি কার্ড অর্ডিন্যান্স বাতিলের জন্য বলেছি। এ ছাড়া সকল ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি। ২০২৪ সালে পক্ষপাতমূলক নির্বাচনের জন্য যারা দায়ী তাদের শাস্তির আত্ততায় আনার দাবি জানিয়েছি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বিচারপতি খায়রুল হক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি।

তিনি বলেন, ৫৯ জেলা প্রশাসক কীভাবে নিয়োগ পেয়েছে এবং কীভাবে নিয়োগ হয়েছে তা জানতে চেয়েছি। আমরা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য অনুরোধ করেছি। নিম্নআদালতে অতিদ্রুত পিপি, জিপি নিয়োগের কথা বলেছি।

মির্জা ফখরুল আরও বলেন, প্রশাসনের যারা দোসর হয়ে কাজ করেছে তাদের অনেকেই বহাল তবিয়তে আছে। আমরা প্রশাসনে নিরপেক্ষ ব্যক্তিকে দিতে বলেছি এবং চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন যারা আছেন, যারা গণঅভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট ব্যাহত করছে, তাদের সরানোর কথা বলেছি।

বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

 

ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা বিএনপি দেখতে চায় না: ফখরুল

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির, ইতিবাচক প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে তারা দ্রুত নির্বাচনের জন্য কমিশন গঠনের কথা বলেছেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন হচ্ছে তাদের ‘এক নম্বর প্রায়োরটি’।

আজ শনিবার (৫ অক্টোবর) যমুনায় বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাবেক সরকার এনআইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু, এটা আমরা সেই এনআইডি কার্ড অর্ডিন্যান্স বাতিলের জন্য বলেছি। এ ছাড়া সকল ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি। ২০২৪ সালে পক্ষপাতমূলক নির্বাচনের জন্য যারা দায়ী তাদের শাস্তির আত্ততায় আনার দাবি জানিয়েছি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বিচারপতি খায়রুল হক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি।

তিনি বলেন, ৫৯ জেলা প্রশাসক কীভাবে নিয়োগ পেয়েছে এবং কীভাবে নিয়োগ হয়েছে তা জানতে চেয়েছি। আমরা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য অনুরোধ করেছি। নিম্নআদালতে অতিদ্রুত পিপি, জিপি নিয়োগের কথা বলেছি।

মির্জা ফখরুল আরও বলেন, প্রশাসনের যারা দোসর হয়ে কাজ করেছে তাদের অনেকেই বহাল তবিয়তে আছে। আমরা প্রশাসনে নিরপেক্ষ ব্যক্তিকে দিতে বলেছি এবং চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন যারা আছেন, যারা গণঅভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট ব্যাহত করছে, তাদের সরানোর কথা বলেছি।

বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

 

ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা বিএনপি দেখতে চায় না: ফখরুল