জুলাই গণ অভ্যুত্থান চলাকালে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আগামী ছয়ই অগাস্ট আদেশ দেওয়া হবে। বুধবার শুনানি শেষে এই তারিখ নির্ধাারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা।
এর আগে, শুনানিকে সামনে রেখে বুধবার সকালে মামলায় অভিযুক্ত ছয় আসামিকে টাইব্যুনালে হাজির করা হয়।
তারা হলেন: পুলিশের সাবেক এসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী, রাফিউল হাসান ও আনোয়ার পারভেজ।
উল্লেখ্য যে, কোটা আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি তদন্ত করতে গিয়ে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গত ৩০শে হত্যা মামলাটির অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে, মামলায় পলাতক থাকা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে চাঁদাবাজির সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার