ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আদালতে ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আনা হচ্ছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জালাল বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

জিআরও জালাল বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে ব্যারিস্টার সুমনকে তোলা হবে। প্রাথমিকভাবে শুনেছি, ব্যারিস্টার সুমনকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে রিমান্ড চাওয়া হবে কি না, তা ফরোয়ার্ডিং দেখে বলতে পারব।’

আজ সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি নজরুল জানান, গতকাল সোমবার দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের বিরুদ্ধে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা হয়। মামলায় অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

শেখ হাসিনাকে কটূক্তির মামলা থেকে অব্যাহতি পেলেন গণঅধিকার পরিষদের রাশেদ

ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড

 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আদালতে ব্যারিস্টার সুমন

আপডেট সময় ১০:০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আনা হচ্ছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জালাল বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

জিআরও জালাল বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে ব্যারিস্টার সুমনকে তোলা হবে। প্রাথমিকভাবে শুনেছি, ব্যারিস্টার সুমনকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে রিমান্ড চাওয়া হবে কি না, তা ফরোয়ার্ডিং দেখে বলতে পারব।’

আজ সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি নজরুল জানান, গতকাল সোমবার দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের বিরুদ্ধে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা হয়। মামলায় অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

শেখ হাসিনাকে কটূক্তির মামলা থেকে অব্যাহতি পেলেন গণঅধিকার পরিষদের রাশেদ

ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড