ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ডাকাতি; সাবেক সেনা সদস্যসহ চারজন রিমান্ডে

সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বাসায় ডাকাতির অভিযোগে দায়ের করা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখারসহ চার জনের সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ আসামিদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাত দিন রিমান্ডে নিতে আদেশ দেন।

রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন– মুকুল হোসেন, হারুন অর রশিদ ওরফে রাকিব হাওলাদার, মোন্তাসির আহমেদ মাসুম।

নথি থেকে জানা গেছে, গতকাল ২১ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে, সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই দুপুর ২টায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অবৈধ মালামালের অভিযোগ তুলে আসামিরা নিজেদের ডিজিএফআই ও সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে জোর করে বাসায় প্রবেশ করে। তার মেয়েদের থেকে জোর করে আলমারি চাবি নিয়ে, মোবাইল ফোন, গহনা, নেকলেসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় আর্মি কন্ট্রোল রুমে ফোন করেন। পরে আর্মি চার জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় আজ পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগী। আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঢাকায় চাঞ্চল্যকর ডাকাতি, সাবেক সেনা সদস্যসহ চারজন গ্রেফতার

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় ডাকাতি; সাবেক সেনা সদস্যসহ চারজন রিমান্ডে

আপডেট সময় ০৫:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বাসায় ডাকাতির অভিযোগে দায়ের করা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখারসহ চার জনের সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ আসামিদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাত দিন রিমান্ডে নিতে আদেশ দেন।

রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন– মুকুল হোসেন, হারুন অর রশিদ ওরফে রাকিব হাওলাদার, মোন্তাসির আহমেদ মাসুম।

নথি থেকে জানা গেছে, গতকাল ২১ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে, সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই দুপুর ২টায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অবৈধ মালামালের অভিযোগ তুলে আসামিরা নিজেদের ডিজিএফআই ও সেনাবাহিনীর লোক পরিচয় দিয়ে জোর করে বাসায় প্রবেশ করে। তার মেয়েদের থেকে জোর করে আলমারি চাবি নিয়ে, মোবাইল ফোন, গহনা, নেকলেসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় আর্মি কন্ট্রোল রুমে ফোন করেন। পরে আর্মি চার জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় আজ পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগী। আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঢাকায় চাঞ্চল্যকর ডাকাতি, সাবেক সেনা সদস্যসহ চারজন গ্রেফতার