ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদের পাশাপাশি এবার গ্রেপ্তার হলেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।
মোবারক হোসেন জানান, শাহরিয়ার কবিরকে মহাখালী এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
আরো পড়ুন : ভারতে যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত আটক